Indian Economy: আয় বেড়েছে মধ্যবিত্তের!
আয় বেড়েছে মধ্যবিত্তের। এমনটাই দাবি এসবিআই রিসার্চের । মধ্যবিত্তরা আয়কর রিটার্ন জমা দেন সব থেকে বেশি। রিপোর্টে অনুযায়ী, নিম্ন মধ্যবিত্তরা গত ১০ বছরে উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। ২০১২-১৩ অর্থবর্ষে, মধ্যবিত্তের গড় আয়ের পরিমাণ ৪.৪ লাখ। ২০২২-২৩ অর্থবর্ষে বেড়ে হয়েছে ১৩ লাখ। এসবিআই রিসার্চের দাবি, ২০৪৭ সালে মধ্যবিত্তের আয় বেড়ে ৪৯.৭ লক্ষ হবে । ২০১১ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেন ১ লাখ ৬০ হাজার মানুষ।
আয় বেড়েছে মধ্যবিত্তের। এমনটাই দাবি এসবিআই রিসার্চের। মধ্যবিত্তরা আয়কর রিটার্ন জমা দেন সব থেকে বেশি। রিপোর্টে অনুযায়ী, নিম্ন মধ্যবিত্তরা গত ১০ বছরে উচ্চবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। ২০১২-১৩ অর্থবর্ষে, মধ্যবিত্তের গড় আয়ের পরিমাণ ৪.৪ লাখ ২০২২-২৩ অর্থবর্ষে বেড়ে হয়েছে ১৩ লাখ। এসবিআই রিসার্চের দাবি, ২০৪৭ সালে মধ্যবিত্তের আয় বেড়ে ৪৯.৭ লক্ষ হবে। ২০১১ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেন ১ লাখ ৬০ হাজার মানুষ। তাঁদের ৮৪% বার্ষিক আয় প্রায় ৫ লাখ। ২০২২ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেন ৬ কোটি ৮৫ লাখ মানুষ। তাঁদের ৬৪% বার্ষিক আয় প্রায় ৫ লাখ। বছরে ২.৫ লাখের কম আয় হলে, সেই ব্যক্তির আয়কর দেওয়ার দরকার নেই। এমনকি রিটার্নও জমা দিতে হয় না। ২০১১ সালে সেই সংখ্যা ৮৪.১০%। সেই সংখ্যা ৬৪% হয় ২০২১-২২ সালে। এসবিআই রিসার্চ জানায়, ২০২২-২৩ সালে ৫৩ কোটি ছিল কর্মক্ষম মানুষের সংখ্যা। ২০৪৭ তা বেড়ে হতে পারে ৭২.৫ কোটি। করদাতার সংখ্যা বেড়ে হতে পারে ৪৮ কোটি।