Sugar Price Hike: ফের বাড়তে পারে চিনির দাম

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 11, 2023 | 10:40 AM

সব জিনিসের দাম প্রত্যেক দিন বেড়েই চলেছে। এবছর চিনির উৎপাদন অনেকটাই কম হবে। চিনির প্রয়োজন আমাদের জীবনে যথেষ্ঠ বেশি। গতবছরের তুলনায় এবছর চিনির উৎপাদন কমেবে ৯%। চিনির উৎপাদন কমে যাওয়ার জন্য বাড়তে পারে চিনির দাম।

সব জিনিসের দাম প্রত্যেক দিন বেড়েই চলেছে। এবছর চিনির উৎপাদন অনেকটাই কম হবে। চিনির প্রয়োজন আমাদের জীবনে যথেষ্ঠ বেশি। গতবছরের তুলনায় এবছর চিনির উৎপাদন কমেবে ৯%। চিনির উৎপাদন কমে যাওয়ার জন্য বাড়তে পারে চিনির দাম। এখন চিনির দাম প্রতি কেজি ৪২.৩০ টাকা। চিনির দাম প্রতি কেজিতে বেড়েছে ১.২৫ টাকা। হোলসেলে চিনির দাম অনেকটাই বেড়েছে। এক মাসের মধ্যেই চিনির দাম বেড়েছে প্রতি কেজিতে ১২৪ টাকা। চিনির উৎপাদন আগের বছর ভালই হয়েছিল। সেই বছর দেশে ৩৫৭ লাখ টন চিনি উৎপাদন হয়েছিল । সরকার রফতানি করেছিল ১০০ লাখ টন চিনি । আশা করা হয়েছিল এবছরও চিনির উৎপাদন ভাল হবে। চিনির উৎপাদন এবছর কমেবে ৯% গত বছরের তুলনায়।