Finland PM: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ভোটে হেরে বিবাহবিচ্ছেদ করবেন!
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ইউরোপের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর। তিনিই ছিলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তিনি বিয়ে করেছিলেন নিজের দীর্ঘ দিনের প্রেমিক মার্কাস রাইককোনেনকে। মার্কাসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করবেন মারিন।
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ফিনল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী সানা মারিনের। নির্বাচনে হার। আর তারপরেই ব্যক্তিগত জীবনে বিপর্যয়। ১৯ বছরের সম্পর্ক ভেঙে গেল ফিনল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর। ২০১৯ সালে বিশ্বের কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ফিনল্যাল্ডের মসনদে বসেন মারিন। তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। সুন্দরী সানা মারিন বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিক মার্কাস রাইককোনেনকে। ১৯ বছর একসাথে থাকা। তবে সরকারিভাবে বিয়ে হয়েছিল ২০২০ সালে। তাঁদের ৫ বছরের মেয়েও রয়েছে। কোভিডের সময়ই তাঁরা সরকারিভাবে বিয়ে করেন। কিন্তু সম্পর্কের সমাপতন ঘটল। এপ্রিল মাসে হয় ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন। সেই নির্বাচনে হেরেছে মারিনের দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি। সেদেশে নিয়ম নতুন সরকার না গঠিত হলে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না পূর্বতন প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়ার মাঝেই ঘটে গেল সারা মারিনের ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় বিপর্যয়।