Hummer H1 X3: দুবাইয়ের অদ্বিতীয় দানব গাড়ি
দুবাইয়ের দানব গাড়ি। হামার কোম্পানির গাড়ির দাম শুরু হয় ১.২৮ কোটি টাকা থেকে। ভারতে পাওয়া যায় না মোটা চাকার হামার গাড়ি। সাধারণ হামার গাড়ির চেয়ে ৩ গুণ বড় এই গাড়ি। Hummer H1 X3 লম্বায় ৪৬ ফুট, চওড়ায় ১৯ ফুট, উচ্চতায় ২১.৬ ফুট।
দুবাইয়ের দানব গাড়ি। হামার কোম্পানির গাড়ির দাম শুরু হয় ১.২৮ কোটি টাকা থেকে। ভারতে পাওয়া যায় না মোটা চাকার হামার গাড়ি। সাধারণ হামার গাড়ির চেয়ে ৩ গুণ বড় এই গাড়ি। Hummer H1 X3 লম্বায় ৪৬ ফুট, চওড়ায় ১৯ ফুট, উচ্চতায় ২১.৬ ফুট। বিলাসবহুল এই গাড়ির ভিতরে আছে শোবার ঘর থেকে শৌচাগার সব কিছুই। ৩২ কিমি স্পিডে ছোটে এই গাড়ি। গাড়িটির মালিক হামাদ বিন হামদান। বিশ্বে এই গাড়িটির দ্বিতীয় কোনও মডেল নেই। সৌদি আরবের রাজ পরিবারের সদস্য হামদানের সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। হামাদ বিন হামদানের সংগ্রহে আছে ৩০০০ টি গাড়ি। তাঁর সংগ্রহে রয়েছে মার্সিডিজ এস ক্লাসের সব কটি রঙের গাড়ি আছে তাঁর সংগ্রহে। এই জন্য তাঁকে দুবাইয়ের রেইনবো শেখ বলা হয়। শারজাহর রাস্তায় হামার নিয়ে বেরোন হামাদ। পাথুরে ও এবড়ো খেবড়ো রাস্তায় চলার জন্য আদর্শ এই হামার। সাধারণত দুনিয়ার বড় বড় ব্যবসায়ী ও ধন কুবেররা এই গাড়ি কেনেন।