No Army No Jail: এখানে নেই সেনা, নেই জেল
পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে নেই কোনও সেনাবাহিনী বা কারাগার। ভ্যাটিকান সিটি, নউরু,পালাউ, নেদারল্যান্ডস, আইসল্যান্ড এমন ৫ দেশ যেখানে নেই সেনা, নেই জেল।
পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে নেই কোনও সেনাবাহিনী বা কারাগার। ভ্যাটিকান সিটি, নউরু,পালাউ, নেদারল্যান্ডস, আইসল্যান্ড এমন ৫ দেশ যেখানে নেই সেনা, নেই জেল। ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে ইটালি। পোপের বাসভবন ভ্যাটিকান সিটি খ্রিস্টানদের পবিত্র ধর্মস্থল। প্রশান্ত মহাসাগরের নউরুর জনসংখ্যা ১০ হাজার। ২১ বর্গ কিলোমিটারের এই দেশে নেই পুলিশ, নেই এখানে। পালাউয়ে নেই সেনাবাহিনী। আছে মেরিটাইম সারভিলেন্স ইউনিট। পালাউয়ের প্রতিরক্ষার দায় মার্কিন যুক্তরাষ্ট্রের। নেদারল্যান্ডসে নেই জেল খানা। অপরাধীদের সংশোধনে জেলের বদলে উন্নত জীবন যাপনে জোর দেয় এই দেশ। অপরাধীদের গোড়ালিতে ইলেক্ট্রনিক ট্যাগিং যন্ত্র লাগায় সরকার। এই ডিভাইস ২৪ ঘণ্টা নজরদারি চালায়। ন্যাটোর সদস্য আইসল্যান্ড। এই দেশকে নিরাপত্তা দেয় আমেরিকা। এখানেও নেই স্থায়ী সেনাবাহিনী।
Latest Videos