Vande Bharat Express: বন্দে ভারতে মিলবে এই লোভনীয় খাবার!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 12, 2023 | 1:59 PM

সম্প্রতি মোদীর হাতে উদ্বোধন হয়েছে ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের। এখন পুরোদমে এই লাইনে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে যাত্রীদের পেট ও মন ভরানোর জন্য রয়েছে হরেক রকমের খাবার। মুরগির মাংস থেকে শুরু করে পনিরও রয়েছে মেনুতে।

সম্প্রতি মোদীর হাতে উদ্বোধন হয়েছে ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের। এখন পুরোদমে এই লাইনে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে যাত্রীদের পেট ও মন ভরানোর জন্য রয়েছে হরেক রকমের খাবার। মুরগির মাংস থেকে শুরু করে পনিরও রয়েছে মেনুতে। দুপুরের মেনুতে রয়েছে মেথি পরোটা,পনির লাবাবদার,জিরা রাইস এবং আরও অন্যান্য পদ। রাতের মেনুতে রয়েছে আজওয়ান পরোটা,পনির কোলহাপুরি,অড়হর ডাল,তরকা,জিরা রাইস। আমিষে রয়েছে চিকেন কোলহাপুরি। শেষ পাতে রয়েছে বাটার স্কচ আইসক্রিমও। এই আমিষ ও নিরামিষ খাবার অর্ডারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে যাত্রীদের। দুপুরের খাবারের জন্য দিতে হবে ২৪২ টাকা। টিকিট বুকিংয়ের সময়ই, রাতের খাবারের জন্য ৩০৮ টাকা দিয়ে দিতে হবে। এই দুপুরের ও রাতের খাবারের মেনুর জায়গায় এক্সিকিউটিভ ক্লাসের জন্য বিশেষ পদের ব্যবস্থা রয়েছে। এই ক্লাসের যাত্রীদের জন্য মটরশুঁটি,আলুর একটি তরকারি রয়েছে। এদিকে দুপুর ও রাতের খাবারের মেনুতে কিছু পরিবর্তন আসতে পারে। মোটের উপর পরোটা সহ বাকি মেনু একই থাকে।