Bikini Friendly Beaches In India: বিকিনি পরে, ফটোশুট করুন এই সৈকতে
ভারতের সমুদ্র সৈকতে বিকিনি পরার চল নেই বললেই চলে। ভারতে এমনও কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে,যেখানে আপনি নির্দ্বিধায় বিকিনি পরতে পারেন। গরমে অনেকেই কেরল বেড়াতে যেতে চান না।
ভারতের সমুদ্র সৈকতে বিকিনি পরার চল নেই বললেই চলে। ভারতে এমনও কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে,যেখানে আপনি নির্দ্বিধায় বিকিনি পরতে পারেন। গরমে অনেকেই কেরল বেড়াতে যেতে চান না। কিন্তু কেরলের ভারকালা বিচে গেলে আপনি গরম কম অনুভব করবেন। এখানকার শান্ত পরিবেশ আর শীতল সমুদ্রের জল আপনার ভ্যাকেশনকে আরও সুন্দর করে তুলবে। এই সমুদ্র সৈকতে আপনি বিকিনি পরতে পারেন। আপনার ইনস্টাগ্রামের জন্যও সেরা এই ডেস্টিনেশন। বিকিনি পরে যদি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন তামিলনাড়ুর মামাল্লাপুরম সমুদ্র সৈকত। এখানকার সমুদ্র সৈকতে আপনি বিকিনি পরে ছবিও তুলতে পারেন। যদিও এই সমুদ্র সৈকত গরমকালে এড়িয়ে যাওয়াই ভাল। বালুচরে শুয়ে যদি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে চান, ঘুরে আসুন কর্ণাটকের ওম বিচ থেকে। পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় গোকর্ণ। গোকর্ণ উপকূলীয় শহরের কোলেই অবস্থিত এই ওমবিচ। যেহেতু এই বিচের আকার ওঁ,তাই জায়গার নামও ওম বিচ। দক্ষিণ গোয়ায় অবস্থিত এই পালোলেম বিচ পর্যটকদের কাছে প্যারাডাইস বিচ নামেও পরিচিত। যদিও গোয়া গেলে অনেকেই বিচ ফ্রেন্ডলি পোশাক পরেন। এই পালোলেম বিচে আপনি বিকিনি পরে সমুদ্র সৈকত সময় কাটাতে পারবেন। বিশ্বের সেরা সমুদ্র সৈকতের তালিকায় রয়েছে রাধানগর বিচ। একদিকে জঙ্গল আর এক দিকে নীল জলরাশি। এই সমুদ্র সৈকতে সাদা বালির চর। এখানে আপনি বিকিনি পরে ফটোশ্যুট করতে পারেন।