Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023: বাম প্রার্থীকে হুমকি দিয়ে লিফলেট!

Panchayat Election 2023: বাম প্রার্থীকে হুমকি দিয়ে লিফলেট!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 15, 2023 | 5:55 PM

অভিযোগ গতকাল রাতে এম ডি হালিমের নামে তার বাড়ি সহ রাজগঞ্জের সন্ন্যাসী কাটা এলাকায় বিভিন্ন যায়গায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। সেই লিফলেটে লেখা রয়েছে হালিম বাবু আপনি ভালো মানুষ। রাজনীতি তে কেন এসেছেন। সরে যান। না হলে ফল খারাপ হবে।এই লিফলেট ঘিরে চাঞ্চল্য হয় এলাকায়। অপরদিকে এই হুমকিকে উপক্ষা করে বুধবার মনোনয়ন পত্র জমা দেন ফিরোজা বেগম।

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল বুথে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সিপিএম সমর্থক এম ডি হালিম এর স্ত্রী ফিরোজা বেগমকে। অভিযোগ গতকাল রাতে এম ডি হালিমের নামে তার বাড়ি সহ রাজগঞ্জের সন্ন্যাসী কাটা এলাকায় বিভিন্ন যায়গায় লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। সেই লিফলেটে লেখা রয়েছে হালিম বাবু আপনি ভালো মানুষ। রাজনীতি তে কেন এসেছেন। সরে যান। না হলে ফল খারাপ হবে।এই লিফলেট ঘিরে চাঞ্চল্য হয় এলাকায়। অপরদিকে এই হুমকিকে উপক্ষা করে বুধবার মনোনয়ন পত্র জমা দেন ফিরোজা বেগম। ফিরোজা বেগম জানায় পোস্টার পরেছে তাতে কি হয়েছে। আমি এতে ভীত নই।ওরা ভয় পাচ্ছে তাই পোস্টার দিয়ে হুমকি দিচ্ছে। আমরা ভয় পাই না। ভোটে হেরে যাবে এই ভয়ে শাসকদল আমাকে হুমকি দিচ্ছে। সিপিএমের নেতা সৌকত আলী জানায় শাশক দল ভয় পেয়ে এই পোস্টার দিয়েছে। কিন্তু এতে কোনও লাভ হবেনা। আসলে ওই বুথে আমাদের জয় সুনিশ্চিত। তাই হেরে যাওয়ার ভয়ে শাসকদলের পক্ষ থেকে এই জাতীয় হুমকি দিয়ে এলাকায় পোস্টার দিয়েছে। ঘটনায় তৃনমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরুন্দম ব্যানার্জী বলেন, এই জাতীয় অভিযোগ আমার কাছে আসেনি। আর এসবের সাথে তৃনমূল কোনও ভাবে জড়িত নয়। এটা বিরোধীদের চক্রান্ত।