How To Check Fake Picture: এই উপায়টা জানলে আপনিও খুব সহজে চিনে নিতে পারবেন ‘ফেক’ ছবি
অনলাইন কন্টেন্ট চেক করার জন্য লেন্স হল গুগলের সেরা টুল। ক্রোম চেক করতে,ইমেজে রাইট-ক্লিক করুন এবং ‘Search image with google’ নির্বাচন করুন। গুগল লেন্স আপনাকে সেই ছবি সম্পর্কে বিস্তারিত জানাবে
ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যে কোনও কিছু খুব দ্রুত ভাইরাল হয়। নকল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। কিছু উপায় আছে যার মাধ্যমে জাল ছবি চিনতে পারবেন। অনলাইন কন্টেন্ট চেক করার জন্য লেন্স হল গুগলের সেরা টুল। ক্রোম চেক করতে,ইমেজে রাইট-ক্লিক করুন এবং ‘Search image with google’ নির্বাচন করুন। গুগল লেন্স আপনাকে সেই ছবি সম্পর্কে বিস্তারিত জানাবে। যদি ছবিটির আগের উৎস খুঁজে বের করতে চান,তাহলে প্রথম দিকের তারিখে স্ক্রোল করে সার্চ রেজাল্ট অপশনে যান। গুগল লেন্স আপনাকে কোনও লেখা অন্য ভাষায় অনুবাদ করতেও সহায়তা করে। গুগল লেন্স ছাড়াও,ফটো ট্রেস করার জন্য দরকারী টুল হল ইয়ানডেক্স। এটি ফটোতে অবস্থান,বা কোনও ধরনের পরিবর্তন করা হয়েছে কিনা তা জানতে সাহায্য করতে পারে। আপনি যে ছবিটি যাচাই করতে চান সেটিকে সেভ করুন। ছবির লিঙ্ক/ইউআরএলও ব্যবহার করতে পারেন। পেজটি খোলার পরে,আপনাকে ‘Image আইকনে ক্লিক করতে হবে। এর পরে,সামনের ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। সেখানে আপনি ফটো আপলোড করার অপশন পাবেন। এখানে আপনি URL সার্চ বক্সে ছবির লিঙ্ক পেস্ট করতে পারেন। Search বোতামে ক্লিক করলে ছবিটি আসন না নকল জানতে পারবেন।