প্রতিদিন অগুনতি মানুষ মারা যাচ্ছে। পরিবেশ দুষণ আটকাতে আমেরিকায় ‘গ্রিন ডেথ’ প্রক্রিয়া নিয়ে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। মানুষের মৃত্যুর পর তার দেহ সারে রূপান্তরিত করা হয় এবং তা গাছ-গাছালিতে ব্যবহার করা হয়। ‘গ্রিন ডেথ’ হল মানুষের দেহকে মাটিতে পরিণত করার প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায়ে মানবদেহ গলিয়ে সার তৈরি করা হয় এবং তা কৃষিকাজে ব্যবহার করা হয়। মানব সার তৈরির পদ্ধতি ইতিমধ্য়েই আমেরিকা ও সুইডেনে অনুমোদিত হয়েছে। মানব সার তৈরির জন্য প্রথমে মানুষের দেহকে একটি আট ফুট লম্বা ও চার ফুট উঁচু ইস্পাতের কফিনে রাখা হয়। কাঠ, খড় এবং আলফালফা ঘাস দেহের নীচে রাখা হয়। এই ঘাসের ব্যাকটেরিয়া শরীরে দ্রুত পচন ঘটাতে সাহায্য় করে। ৩০ দিনের মধ্যে পুরো শরীর সারে পরিণত হয়। কিন্তু তখনও তাতে ব্যাকটেরিয়ার বিপদ থেকে যায়। এটি ২ থেকে ৬ সপ্তাহের জন্য একটি জায়গায় রেখে দেওয়া হয়। এর পরে এই মানব সার ব্যবহার করা যেতে পারে। কবর দেওয়ার বিকল্প হিসেবে এই পদ্ধতিটি ওয়াশিংটনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিটি মানুষের শরীর থেকে ৩৬-টি ব্যাগ সার উৎপন্ন করা যায়। মানুষের শরীরের হাড় থেকে দাঁত সমস্ত কিছু পচে যায়। মানুষের শরীরে যদি অ-জৈব উপাদান যেমন প্রস্থেটিক্স থাকে,তবে তা সারে পরিণত হয় না। যদি কারও শরীরে যক্ষ্মার মতো রোগ থাকে,তাহলে তার দেহ থেকে সার তৈরি করা হয় না। কারণ সেই সার মাটির ক্ষতি করতে পারে।
প্রতিদিন অগুনতি মানুষ মারা যাচ্ছে। পরিবেশ দুষণ আটকাতে আমেরিকায় ‘গ্রিন ডেথ’ প্রক্রিয়া নিয়ে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। মানুষের মৃত্যুর পর তার দেহ সারে রূপান্তরিত করা হয় এবং তা গাছ-গাছালিতে ব্যবহার করা হয়। ‘গ্রিন ডেথ’ হল মানুষের দেহকে মাটিতে পরিণত করার প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায়ে মানবদেহ গলিয়ে সার তৈরি করা হয় এবং তা কৃষিকাজে ব্যবহার করা হয়। মানব সার তৈরির পদ্ধতি ইতিমধ্য়েই আমেরিকা ও সুইডেনে অনুমোদিত হয়েছে। মানব সার তৈরির জন্য প্রথমে মানুষের দেহকে একটি আট ফুট লম্বা ও চার ফুট উঁচু ইস্পাতের কফিনে রাখা হয়। কাঠ, খড় এবং আলফালফা ঘাস দেহের নীচে রাখা হয়। এই ঘাসের ব্যাকটেরিয়া শরীরে দ্রুত পচন ঘটাতে সাহায্য় করে। ৩০ দিনের মধ্যে পুরো শরীর সারে পরিণত হয়। কিন্তু তখনও তাতে ব্যাকটেরিয়ার বিপদ থেকে যায়। এটি ২ থেকে ৬ সপ্তাহের জন্য একটি জায়গায় রেখে দেওয়া হয়। এর পরে এই মানব সার ব্যবহার করা যেতে পারে। কবর দেওয়ার বিকল্প হিসেবে এই পদ্ধতিটি ওয়াশিংটনে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিটি মানুষের শরীর থেকে ৩৬-টি ব্যাগ সার উৎপন্ন করা যায়। মানুষের শরীরের হাড় থেকে দাঁত সমস্ত কিছু পচে যায়। মানুষের শরীরে যদি অ-জৈব উপাদান যেমন প্রস্থেটিক্স থাকে,তবে তা সারে পরিণত হয় না। যদি কারও শরীরে যক্ষ্মার মতো রোগ থাকে,তাহলে তার দেহ থেকে সার তৈরি করা হয় না। কারণ সেই সার মাটির ক্ষতি করতে পারে।