Gray Hair Care: পাকা চুল কালো, এই ভেষজে

Gray Hair Care: পাকা চুল কালো, এই ভেষজে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 27, 2023 | 1:35 PM

বয়স হলে প্রাকৃতিক নিয়মে চুলে পাক ধরে। কিন্তু সময়ের আগে চুলে অকালপক্বতা হলে বাড়ে দুশ্চিন্তা। এরকম হবার কারণ জিনগত। ভিটামিন বি ১২ এর অভাবেও অকালে চুল পাকে। জরুরি খনিজের অভাবেও চুল পেকে যায়। প্রাকৃতিক উপায়েই সমাধান আছে এই সমস্যার।

বয়স হলে প্রাকৃতিক নিয়মে চুলে পাক ধরে। কিন্তু সময়ের আগে চুলে অকালপক্বতা হলে বাড়ে দুশ্চিন্তা। এরকম হবার কারণ জিনগত। ভিটামিন বি ১২ এর অভাবেও অকালে চুল পাকে। জরুরি খনিজের অভাবেও চুল পেকে যায়। প্রাকৃতিক উপায়েই সমাধান আছে এই সমস্যার। একটু যত্নেই সাদা চুল হবে কালো। হেনা চুলের হারানো রঙ ফিরিয়ে আনতে পারে । অকালপক্বতা আটকাতে ব্যবহার করা যায় হেনার তেল। হেনার ট্যানিন চুল কালো করে। খুশকি কমায়, চুলের স্বাস্থ্য ফেরায় হেনা। কীভাবে তৈরি করবেন হেনার তেল? একমুঠো হেনা পাতা নিন। একটি পাত্রে আমন্ড তেল অল্প গরম করে তাতে মেশান হেনা পাতা। কম আঁচে গরম করুন। তেলের রঙ বদলাতে শুরু করলে আঁচ থেকে নামান। ঠাণ্ডা করে ছেঁকে নিন তেল। একটি কাচের শিশিতে ঢেলে নিন ওই তেল। কীভাবে ব্যবহার করবেন এই তেল? একটি তুলোর বল তেলে ভিজিয়ে চুলের গোড়ায় ভাল করে লাগান। আঙুল দিয়ে ১০মিনিট হালকা মালিশ করুন। ১ ঘণ্টা রেখে দিয়ে মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে নিন। খেয়াল রাখুন চুলের গোড়ায় যেন তেল না থাকে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন হেনা তেল। চুল পড়া কমায় হেনা তেল। চুলের বৃদ্ধিও ঘটায় এই তেল। তবে স্ক্যাল্পের সমস্যা বা সংক্রমণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই তেল ব্যবহার করুন।