Bengal Election 2021 : করোনার কবলে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি

সৌরভ পাল | Edited By: utsha hazra

Apr 15, 2021 | 4:43 PM

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। অন্যদিকে গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানিও করোনা পজিটিভ। রাজ্যে পরপর দুই প্রার্থীর করোনা সংক্রমণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Follow Us

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের মাঝেও লাগামহীনভাবে চলছে নির্বাচনী সভা (West Bengal Assembly Election), জমায়েত। মাস্ক ছাড়া দেখা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের। এহেন উদাসীনতার প্রভাবই যেন চোখে পড়ল সাম্প্রতিক ঘটনায়।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সামসেরগঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থী রেজাউল হক। অন্যদিকে গোয়ালপোখরের তৃণমূল (TMC) প্রার্থী গোলাম রব্বানিও করোনা পজিটিভ। রাজ্যে পরপর দুই প্রার্থীর করোনা সংক্রমণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

বেলেঘাটায় মমতার (Mamata Banerjee) সভায় লোকজনের সমাগম বাড়তি উদ্বেগের সঞ্চার করছে। পাশাপাশি পয়লা বৈশাখের শুভলগ্নে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে জনসমাগম কোভিডের আতঙ্ক যে বহুগুণে বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

 

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের মাঝেও লাগামহীনভাবে চলছে নির্বাচনী সভা (West Bengal Assembly Election), জমায়েত। মাস্ক ছাড়া দেখা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের। এহেন উদাসীনতার প্রভাবই যেন চোখে পড়ল সাম্প্রতিক ঘটনায়।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সামসেরগঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থী রেজাউল হক। অন্যদিকে গোয়ালপোখরের তৃণমূল (TMC) প্রার্থী গোলাম রব্বানিও করোনা পজিটিভ। রাজ্যে পরপর দুই প্রার্থীর করোনা সংক্রমণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

বেলেঘাটায় মমতার (Mamata Banerjee) সভায় লোকজনের সমাগম বাড়তি উদ্বেগের সঞ্চার করছে। পাশাপাশি পয়লা বৈশাখের শুভলগ্নে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে জনসমাগম কোভিডের আতঙ্ক যে বহুগুণে বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

 

Next Video