Bankura News: কে কর্মাধ্যক্ষ?

Bankura News: কে কর্মাধ্যক্ষ?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 08, 2023 | 4:37 PM

রাজ্যে সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদে ব্যাপক সাফল্য পায় তৃনমূল। ৫৬ টি আসনের মধ্যে ৫৫ টি আসনে জয় পায় তৃনমূল। এরপর থেকেই জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির আসনে কে বসবেন তা নিয়ে তৃনমূলের অন্দরে শুরু হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা।

রাজ্যে সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদে ব্যাপক সাফল্য পায় তৃনমূল। ৫৬ টি আসনের মধ্যে ৫৫ টি আসনে জয় পায় তৃনমূল। এরপর থেকেই জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির আসনে কে বসবেন তা নিয়ে তৃনমূলের অন্দরে শুরু হয় নিজেদের মধ্যে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত অনুসুয়া রায়কে সভাধিপতি ও পরিতোষ কিস্কুকে সহ সভাধিপতি পদে বসানো হলেও জেলা পরিষদের ৯ টি স্থায়ী সমিতি গঠন নিয়ে শুরু হয় চাপানউতোর। স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসনের তরফে গত ২৫ আগষ্ট দিন নির্ধারিত হলেও ওইদিন স্থায়ী সমিতি গঠন করতে পারেনি তৃনমূল। দীর্ঘ টালবাহানার পর আজ বাঁকুড়া জেলা পরিষদে ৯ টি স্থায়ী সমিতি গঠিত হলেও এখনো ঝুলে রইল ওই ৯ টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন। বিরোধী বিজেপির দাবী বাঁকুড়া জেলা পরিষদের পদ নিয়ে তৃনমূলের অন্দরে প্রবল দ্বন্দ চলছে। আর সেই দ্বন্দের জেরেই কর্মাধ্যক্ষ নির্বাচনে এত দেরি হচ্ছে। কর্মাধ্যক্ষ নির্বাচনে বিলম্ব হওয়ায় উন্নয়নের কাজ যেমন থমকে রয়েছে তেমনই পরিসেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যদিও কর্মাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দের কথা মানতে চাননি জেলা পরিষদের সভাধিপতি সহ কোনো সদস্যাই। তৃনমূলের দাবী রাজ্যের তরফে পাঠানো তালিকা অনুযায়ী আপাতত স্থায়ী সমিতি গঠন করা হয়েছে। দ্রুত দলের নির্দেশ অনুযায়ী কর্মাধ্যক্ষ নির্বাচন করা হবে।