Tomato Price: মোদী কমাচ্ছে টমেটোর দাম!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 23, 2023 | 4:25 PM

টমেটোর দাম ক্রমশ বাড়ছে। টমেটোর দাম কমাতে এগিয়ে এল মোদী সরকার। উপভোক্তা বিষয়ক দফতর দিল্লিতে বেশ কম দামে টমেটো বিক্রি করবে।

টমেটোর দাম ক্রমশ বাড়ছে। টমেটোর দাম কমাতে এগিয়ে এল মোদী সরকার। উপভোক্তা বিষয়ক দফতর দিল্লিতে বেশ কম দামে টমেটো বিক্রি করবে। সরকার NCCF ও NAFEDকে টমেটো কিনতে বলেছে কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মান্ডি থেকে। যেখানে দাম বেশি সেখানে কম দামে পৌঁছে দেওয়া হবে টমেটো। প্রথমে ভর্তুকিযুক্ত টমেটো দেওয়া হবে দিল্লি-এনসিআর এলাকায়। গত ১ মাস ধরে টমেটোর বাজার পর্যবেক্ষণ করে সরকার। টমেটোর দাম যেখানে বেশি ভর্তুকিতে টমেটো বিক্রি হবে সেখানে। দক্ষিণের রাজ্যগুলি অনেকটাই এগিয়ে টমেটো উৎপাদনে। নাসিক ও বেঙ্গালুরু থেকে কলকাতায় টমেটো আসে। হিমাচলপ্রদেশ থেকে দিল্লিতে টমেটো যায়। মন্ত্রক জানিয়েছে, নাসিক থেকে কম দামে প্রচুর টমেটো আসবে। এতে টমেটোর দাম অনেকটা কমবে, আশা। কলকাতায় টমেটোর দর কেজি প্রতি ১৪০ টাকা।