Jhargram: বাঁদনা পরব জঙ্গলমহলে

Jhargram: বাঁদনা পরব জঙ্গলমহলে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 16, 2023 | 8:56 PM

Tribal Festival: প্রাচীন রীতি মেনে আজ সকাল থেকে নয়াগ্ৰামের জরকা গ্রামের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব। এ দিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন।

প্রাচীন রীতি মেনে আজ সকাল থেকে নয়াগ্ৰামের জরকা গ্রামের মানুষজন মাতলেন বাঁদনা পরব অর্থাৎ গরু খুঁটান উৎসবে। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পরব বাঁদনা পরব।এদিন গ্রামের মহিলা পুরুষ সবাই শোভাযাত্রা সহকারে গ্রামের একাধিক নির্বাচিত গরুকে খুঁটিতে বেঁধে উৎসবে মাতেন।জারকা গ্রামের আদিবাসী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী বাঁদনা পরব দেখতে জড়ো হন এলাকার প্রচুর সাধারণ মানুষ।

জানা গিয়েছে বাঁদনা পরব বা গরু খুঁটান উৎসব হল জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের একটি প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব। আদিবাসী ভাষায় এটি ‘সহরায়’ উৎসব বলে পরিচিত। মুলত কালী পুজোর পরে এই উৎসব হয় গরুকে আনন্দ দিতে এবং নিজেদের মধ্যে আনন্দ নেওয়ার জন্য। রীতি মেনে গরু খুঁটান উৎসবের তিন দিন আগে থেকে বাড়ির গরুকে পুজো করা হয়।পরে উৎসবের আগের দিন গরুকে রাতভর জাগিয়ে রাখা হয়।পরে কালীপুজোর তিনদিন পর বিকালে শোভাযাত্রা সহকারে গরুকে নাচানো হয়। ঐতিহ্যবাহী সেই রীতি মেনে ঝাড়গ্রাম জেলার গ্রামে পালিত হয় বাঁদনা পরব। পাশাপাশি রীতিমতো।