৩ আসন নিয়ে জট, মালদায় কি ফের বন্ধুত্বপূর্ণ লড়াই?

sreejayee das

|

Updated on: Mar 13, 2021 | 6:15 PM

যে জট এতদিন সংযুক্ত মোর্চার আসন বিন্যাস নিয়ে চলছিল, তা এখন বামফ্রন্টের শরিকদলগুলির মধ্যেও দেখা দিয়েছে।

জোটের ভবিষ্যৎ বিশ বাঁও জলে ডুবে গেল মালদায় (Malda)। এ বার সরাসরি বিদ্রোহে নামার সিদ্ধান্ত নিল বামফ্রন্টের (Left Front) দুই শরিক দল। সূত্রের খবর, মালদার ফরোয়ার্ড ব্লকের (Forward Block) জেলা সম্পাদক রাজ্য নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। ইস্তফা দিয়েছেন আরএসপি (RSP) জেলা সম্পাদকও। ফরোয়ার্ড ব্লকের দাবি, মালদায় তাদের কমপক্ষে তিনটি আসন ছাড়তেই হবে বামফ্রন্ট নেতৃত্বকে। যদি এমনটা না হয় সেক্ষেত্রে মালদায় বামফ্রন্ট জোট ভেঙে তারা একাই লড়বে বলে হুঁশিয়ারিও দিয়েছে।

সূত্রের খবর, আগামিকাল ফরোয়ার্ড ব্লকের একটি বৈঠক রয়েছে। এ ছাড়াও  তারা লাগাতার আব্বাস সিদ্দিকির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। ফলে যে জট এতদিন সংযুক্ত মোর্চার আসন বিন্যাস নিয়ে চলছিল, তা এখন বামফ্রন্টের শরিকদলগুলির মধ্যেও দেখা দিয়েছে।

 

Published on: Mar 13, 2021 06:11 PM