Akshay Kumar: অক্ষয় ভাবেননি অভিনেতা হবেন

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 5:59 PM

বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার। ঘটনাচক্রে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। চাঁদনীচকের যৌথ পরিবারে বড় হওয়া অক্ষয় মুম্বইয়ে আসেন মার্শাল আর্ট শেখাতে। চেয়েছিলেন রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে। মুম্বাইয়ে তাঁর ছাত্রের বাবা তাঁকে সুযোগ দেন একটি বিজ্ঞাপনে কাজ করার।

বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার। ঘটনাচক্রে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। চাঁদনীচকের যৌথ পরিবারে বড় হওয়া অক্ষয় মুম্বইয়ে আসেন মার্শাল আর্ট শেখাতে। চেয়েছিলেন রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে। মুম্বাইয়ে তাঁর ছাত্রের বাবা তাঁকে সুযোগ দেন একটি বিজ্ঞাপনে কাজ করার। তার থেকেই উত্থানের শুরু অক্ষয় কুমারের।

একটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য তাঁকে তাড়ানো হয়। পরবর্তীকালে সেই বাড়িতেই কিনে নেন অক্ষয় কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন এই সব কথা। ২৪ জনের সঙ্গে একটি ঘরে বাস করতেন। ঘর থেকে বেরোতে ২৪ জনকে টপকে যেতে হত। ক্লাস সেভেনে ফেলও করেন অক্ষয় কুমার। সাম্প্রতিক সময়ে পর পর টানা ১৪ টি ছবি ফ্লপ হয়। ভারতের নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিকত্ব নেন অক্ষয় কুমার। তারপর ভাগ্যের চাকা ঘোরে। পাকাপাকি ভাবে কানাডায় চলে যাওয়ার আগে হিট হয় অক্ষয়ের ছবি। ২০২২ ১৫ অগাস্ট অক্ষয় আবার ভারতের নাগরিকত্ব নেন।