UPI Fraud: দেশে বাড়ছে ইউপিআই জালিয়াতি সাবধান
বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময়ে ছোটখাটো ভুলে জালিয়াতরা ফায়দা তোলে। সর্বস্বান্ত হন সাধারণ মানুষ। কেবল চোখকান খুলে সতর্ক হলেই হবে না। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। যেই কিছু গাফিলতি করেছেন অমনি দিতে হবে মারাত্মক খেসারত। অনেক প্রতারক বলেন টাকা নেবার সময়ে ইউপিআই পিন দিতে। সতর্ক থাকুন। সাধারণত টাকা দেবার সময়ে দিতে হয় পিন। জালিয়াতরা ভুয়ো কিউআর কোড বানিয়ে রাখে
হুহু করে বাড়ছে ইউপিআই জালিয়াতি। গতবছর ২০২২এ সারা দেশে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতি হয়েছে ইউপিআই লেনদেনে। বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময়ে ছোটখাটো ভুলে জালিয়াতরা ফায়দা তোলে। সর্বস্বান্ত হন সাধারণ মানুষ। কেবল চোখকান খুলে সতর্ক হলেই হবে না। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। যেই কিছু গাফিলতি করেছেন অমনি দিতে হবে মারাত্মক খেসারত। অনেক প্রতারক বলেন টাকা নেবার সময়ে ইউপিআই পিন দিতে। সতর্ক থাকুন। সাধারণত টাকা দেবার সময়ে দিতে হয় পিন। জালিয়াতরা ভুয়ো কিউআর কোড বানিয়ে রাখে। সেই কোড স্ক্যান করে পিন দিলেই ক্রেডিট হবার বদলে ডেবিট হয়ে যায় টাকা। কাকে টাকা পাঠাচ্ছেন ভাল করে দেখে নিন। যত ছোট অ্যামাউন্টই হোক যাচাই করুন। অনেক জালিয়াত ভুয়ো পরিবারের সদস্যের নামে টাকা পাঠাতে বলেন। কেউ আবার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের নামে টাকা পাঠাতে বলেন। সতর্ক হোন, এটা ফাঁদ নয় তো? ভুয়ো ওয়েবসাইটে নামধাম ফোন নম্বর লিখে জালিয়াতি চলছে। কোনও পরিষেবার জন্য গুগল দেখে সেই নম্বরে টাকা পাঠানোর আগে যাচাই করুন। এই রকম জালিয়াতিতে গত কয়েক মাসে লক্ষ লক্ষ টাকা উধাও হয়েছে। থার্ড পার্টি কিবোর্ড থেকে ইউপিআই পিন দেবেন না। অসুরক্ষিত অ্যাপ থেকে পিন চুরি হলে ইউপিআই কিন্তু কোনও দায় নেবে না। কয়েক মাস পরপর ইউপিআইয়ের পিন বদলান। কোনও অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। যে পরিষেবা আপনি নেননি তাতে ক্যাশব্যাক অফার? নিশ্চিতভাবে প্রতারকদের পাতা ফাঁদ। চাকরির অনলাইন অফারে ক্লিক করার আগেও খুব সাবধান। ভুয়ো কিনা যাচাই করে নিন। কোনও গেম বা অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউ পড়ে আগে নিশ্চিত হোন। ই-মেল আর এসএমএসেও জালিয়াতি চলছে সতর্ক থাকুন। ইউপিআই ব্যবহার করুন কিন্তু সাবধানতা অবলম্বন করুন।