Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hajj 2023: হজ থেকে কত আয় সৌদির?

Hajj 2023: হজ থেকে কত আয় সৌদির?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 05, 2023 | 7:54 PM

এবার ১০ লক্ষ তীর্থযাত্রী হজ করতে আসবেন। কোভিডের জন্য বিগত বছরে বেশি জনসমাগম হয়নি। ভিড় সামলাতে এবার কয়েকটি পর্যায়ে তীর্থযাত্রীরা আসবেন। প্রথম পর্যায়ে অনুমতি পেয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার তীর্থযাত্রীরা। তারপর যাচ্ছেন ভারতীয় হজ যাত্রীরা। একটি রিপোর্ট অনুযায়ী হজ যাত্রা থেকে বিপুল আয় সৌদি প্রশাসনের

২২মে থেকে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। সৌদি আরবের মক্কায় সাজসাজ রব। তীর্থযাত্রীদের জন্য এবার এলাহি আয়োজন। মুজদালিফাহ ও পবিত্র মক্কা শহরের মাঝে ছোট্ট একটি এলাকা মিনা। সেখানেই হজ যাত্রীদের জন্য করা হয়েছে বিশেষ তাঁবু। বিলাসবহুল সেই তাঁবুতে এলাহি আয়োজন। গরম ঠাণ্ডা জলের ব্যবস্থা আছে তাঁবুতেই। দেওয়া হচ্ছে চাদর, কম্বল ও বিছানা। আছে অস্থায়ী স্নানের ঘর ও শৌচাগার। তাঁবুতে তৈরি হয়েছে দামি রেস্তোরাঁ। তাঁবুতে আছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের ধারনা এবার ১০ লক্ষ তীর্থযাত্রী হজ করতে আসবেন। কোভিডের জন্য বিগত বছরে বেশি জনসমাগম হয়নি। ভিড় সামলাতে এবার কয়েকটি পর্যায়ে তীর্থযাত্রীরা আসবেন। প্রথম পর্যায়ে অনুমতি পেয়েছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার তীর্থযাত্রীরা। তারপর যাচ্ছেন ভারতীয় হজ যাত্রীরা। একটি রিপোর্ট অনুযায়ী হজ যাত্রা থেকে বিপুল আয় সৌদি প্রশাসনের। হজ করতে সৌদি জনগণের খরচ দেড় হাজার ডলার। বিদেশী তীর্থ যাত্রীদের হজের মাথাপিছু খরচ সাড়ে চার হাজার ডলার। ওই রিপোর্ট অনুসারে অপরিশোধিত তেল বিক্রি করে যা আয় সৌদির তার চেয়েও বেশি আয় হজে। ২০১৮এ ১২ বিলিয়ন ডলার আয় করে সৌদি সরকার। ভারতীয় মুদ্রায় যা দেড় হাজার কোটি টাকার চেয়েও বেশি। সৌদি আরবের রাজস্বের ৩০ ভাগ আসে হজ থেকে পাওয়া টাকা থেকে।