Urvashi Rautela in IND vs PAK Match: ভারত-পাক ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সোনার ফোন হারান উর্বশী

Urvashi Rautela in IND vs PAK Match: ভারত-পাক ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সোনার ফোন হারান উর্বশী

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 17, 2023 | 11:49 PM

রবিবার আহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সোনার ফোন হারিয়েছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। যে সে ফোন নয়, একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনায় মোড়া আইফোন। সেই ফোন খুঁজে দিলেই এবার পুরস্কারের ঘোষণা করলেন নায়িকা। কী পুরস্কার তা অবশ্য জানাননি। তবে ফোনের দাম কত জানেন? আনুমানিক ৩০ লক্ষ টাকা? কী ভাবতে পারছেন?

হাতে এল ‘চাঁদ’
২৪ অগস্ট ঘোষণা হয়েছিল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজেতাদের নামের তালিকা। মঙ্গলবার, ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার সকলের হাতে তুলে দিলেন। এ দিন সকাল সকাল-সকল জয়ী স্টারেরা উপস্থিত হয়েছিলেন দিল্লিতে। দুপুর দেড়টা থেকে শুরু হয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান।

শাহরুখকে কেন ডাকলেন না করণ?
কিছুদিন আগে মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। সেই ছবিতে নাকি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানেরও। কিন্তু সেই চরিত্রের অফার শেষমেশ যায়নি শাহরুখ খানের কাছে। করণ জানিয়েছেন, শাহরুখকে ডাকার সাহস নাকি ছিল না তাঁর।

মানবিক কাজল
হঠাৎই অঘটন! বিমানবন্দরে কাজলের হাঁটার সঙ্গে পাল্লা দিতে গিয়ে উল্টে পড়ে গেলেন এক আলোকচিত্রী। এমন অবস্থায় পাশ কাটিয়ে চলে গেলেন না কাজল। বরং দেখা গেল তাঁর মানবিক রূপ। পাপারাৎজির ফোন তুলে দিলেন। বাড়িয়ে দিলেন হাত। এরপর গেলেন গন্তব্যে। নেটিজেনরাও অভিনেত্রীকে দিলেন বাহবা।

মিলবে পুরস্কার
রবিবার আহমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সোনার ফোন হারিয়েছেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। যে সে ফোন নয়, একেবারে খাঁটি ২৪ ক্যারেট সোনায় মোড়া আইফোন। সেই ফোন খুঁজে দিলেই এবার পুরস্কারের ঘোষণা করলেন নায়িকা। কী পুরস্কার তা অবশ্য জানাননি। তবে ফোনের দাম কত জানেন? আনুমানিক ৩০ লক্ষ টাকা? কী ভাবতে পারছেন?

নাসিরউদ্দিনের সঙ্গে পুরস্কার নবাগতা সঙ্গীতার
সম্প্রতি ফ্রান্সে হয়ে গেল গঁজ সুর সেইন ফিল্ম ফেস্টিভ্যাল। সেই ফেস্টিভ্যালেই সমাদৃত ২টি বাংলা ছবি। একটি পরিচালক শৈবাল মিত্রর ‘আ হোলি কনস্পিরিসি’ এবং অন্যটি পরিচালক তুষার বল্লভের ‘ডেমোক্কেসি’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নাসিরউদ্দিন শাহ এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নবাগতা সঙ্গীতা বল্লভ। নাসিরের সঙ্গে একই মঞ্চ থেকে একই পুরস্কার পাওয়াকে কেরিয়ারে ‘বুস্টার’ বলছেন অভিনেত্রী।

উরফির ঘাড়ে চোট
ঘাড়ে চোট পেয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। চোট সারানোর জন্য পরতে হচ্ছে সারভিকাল কলারও। যদিও তা নিয়েই তিনি ফ্যাশনেবেল। পাপারাৎজিকে বলেন, “হঠাৎ করেই পড়ে গিয়েছিলাম। তার পরেই এই অবস্থা। চিকিৎসকের পরামর্শ মতো এখন কয়েকদিন এটা পরতে হবে।”

‘উই আর প্রেগন্যান্ট’
তিনি অন্তঃসত্ত্বা, এ কথা বোঝাতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘আমরা অন্তঃসত্ত্বা।’ আমরা অর্থাৎ তিনি ও স্বামী রাজ চক্রবর্তী। তা নিয়ে কম হাসাহাসি হয়নি। শুভশ্রীর সাফ উত্তর, “আমি সন্তানের খেয়াল রাখি আর রাজ আমার খেয়াল রাখে। সেই কারণেই আমরা বলে থাকি ‘উই আর প্রেগন্যান্ট’।”

নতুন রসায়ন?
রিল জীবনে একজন সত্যান্বেষী অন্যজন সত্য, রিয়েল লাইফে তাঁরা অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার। এবার তাঁদের এক নতুন ভিডিয়ো ঘিরেই এখন রহস্য। সত্য অন্বেষণের জন্য উঠে পড়ে লেগেছে নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, সোহিনীকে জড়িয়ে ধরে কানে-কানে কথা নায়কের। অবিরাম কান-ফিসফিসে আড়ালে হাসছেন নিন্দকেরা, ‘টলিপাড়ায় নতুন রসায়ন’?

রাহুলের ক্ষোভ
মোটেই খুশি নন টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহর জুড়ে ছড়ানো একটি হোর্ডিংয়ে চোখ আটকে গিয়েছে তাঁর। হোর্ডিংয়ের বড়-বড় ভুল বানান লেখা ‘তাড়াতাড়ি’র। ‘ড়’ (ড-এ শূন্য র)-এর জায়গায় ‘র’ (ব-এ শূন্য র)। রাহুল বলেছেন, “এটা তো একটা প্রচলিত বাংলা বানান। এটাও এভাবে ভুল লেখা থাকবে? পুজোর সময় বাইরে থেকে লোক আসবেন আমাদের শহরে। এসব দেখলে কী ভাববেন! এত খরচ করে বিজ্ঞাপন তৈরি হয়, অথচ বানান ভুল।”

Published on: Oct 17, 2023 11:47 PM