Durga Puja Food: পুজোর আগেরেস্তোঁরায় কী মিলল?

Durga Puja Food: পুজোর আগেরেস্তোঁরায় কী মিলল?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 17, 2023 | 10:46 PM

পুজোর আগে ঘাটালের বিভিন্ন রেস্তোরাঁ সহ মিষ্টির দোকানে অভিযান চালালো খাদ্য সুরক্ষা আধিকারিক ও মহকুমা শাসক। উদ্ধার প্রচুর পরিমাণ পঁচা খাবার, রেস্তোরাঁর মালিক ও কর্মীদের হুঁশিয়ারী দিল প্রশাসনের আধিকারিকরা।

পুজোর আগে ঘাটালের বিভিন্ন রেস্তোরাঁ সহ মিষ্টির দোকানে অভিযান চালালো খাদ্য সুরক্ষা আধিকারিক ও মহকুমা শাসক। উদ্ধার প্রচুর পরিমাণ পঁচা খাবার, রেস্তোরাঁর মালিক ও কর্মীদের হুঁশিয়ারী দিল প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই বেজে গেছে পুজোর ঘন্টা। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোতে বিভিন্ন রেস্তোরায় ও মিষ্টির দোকানগুলিত রকমারি খাবার খেতে ভিড় জমাই মানুষজন, খাচ্ছেন না তো পঁচা খাবার?

পুজোর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলিতে খাবারের গুণগতমান সঠিক রাখতে অভিযান চালালো খাদ্য সুরক্ষা আধিকারিক, ঘাটালের মহকুমা শাসক ও পুলিশ প্রশাসন। এদিন অভিযানে বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ পঁচা খাবার, রেস্তোরাঁ ও মিষ্টি দোকানের মালিক ও কর্মীদের হুঁশিয়ারী দিতে দেখা গেল খাদ্য সুরক্ষা আধিকারিক, মহকুমা শাসক থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের।

এই অভিযানে উপস্থিত ছিলেন ঘাটালজোন খাদ্য সুরক্ষা আধিকারিক লিপি মিদ্দা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল সহ পুলিশ প্রশাসন। পুজোর আগেই মানুষকে সচেতন করতে এই অভিযান এবং পুজোর সময় লাগাতার অভিযান চলবে বলে জানান প্রশাসনের আধিকারিকরা।