Loading video

Deepseek Effect on Indian Market: গতকাল ‘রক্তাক্ত হয়েছে’ আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!

Jan 28, 2025 | 6:55 PM

Deepseek: গতকালই আমেরিকার শেয়ার বাজারকে রক্তাক্ত করেছে ডিপসিক এআই মডেল। তার প্রভাব আজ দেখা গিয়েছে ভারতের বাজারে।

আজ ২৮ জানুয়ারি, গতকালই আমেরিকার শেয়ার বাজারকে রক্তাক্ত করেছে ডিপসিক এআই মডেল। তার প্রভাব আজ দেখা গিয়েছে ভারতের বাজারে। ২০ শতাংশ পড়েছে অনন্ত রাজ লিমিটেড। ১৯.৯১ শতাংশ পড়েছে অপার ইন্ডাস্ট্রিজের শেয়ার।

গতকাল পড়ার পর আজ ১২৮ পয়েন্ট উঠেছে নিফটি ৫০। সর্বোচ্চ প্রায় ১৫.৮০ শতাংশ উঠেছে বৈশালী ফার্মা লিমিটেড। এ ছাড়াও উঠেছে বাজাজ হেলথকেয়ার, কনকর্ড এনভায়রো সিস্টেমস, শ্রী রামা নিউজপ্রিন্ট, এনএসিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Jan 28, 2025 06:50 PM