Viral Video: বন্ধুর জন্য বিল্ডিং থেকে ঝাঁপ!
Viral: এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং পারাপার করছে লাফিয়ে। দুটো বাচ্চা ছেলের কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া। সেই বিল্ডিং দুটোই বিরাট উঁচু।
এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং পারাপার করছে লাফিয়ে। দুটো বাচ্চা ছেলের কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া। সেই বিল্ডিং দুটোই বিরাট উঁচু। সেখানেই পার্কর শিখছিল তারা। পার্কর সম্পর্কে যাঁরা অবগত নন,তাঁদের জেনে রাখা উচিত, এটি একটি অ্যাথলেটিক ট্রেনিং স্পোর্ট। কোনও নিরাপত্তা ছাড়াই এভাবে এক বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে ঝাঁপ দিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। দুজনের মধ্যে একজনই এমন দুঃসাহসিক কাজ করছিল। বিল্ডিংয়ের এক্কেবারে ছাদে বাচ্চা দুটিকে দেখে কেউ একজন ভিডিয়োটি রেকর্ড করেছেন বলে বোঝা যাচ্ছে। Only Bangers নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ৫ এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই তার ভিউ ৩.৬M। ভিডিয়োতে দেখা গেল, দুটি বাচ্চা হাইরাইজের ছাদে দাঁড়িয়ে রয়েছে। একজন একটি বিল্ডিং,অপরজন আর একটি বিল্ডিংয়ে। তারপর তাদের মধ্যে একজন অপরজনের বিল্ডিংয়ের ছাদে পৌঁছে গেল একলাফেই। দেখে মনে হল, এ যেন ওই বাচ্চাটির বাঁ হাতের খেল। বন্ধুর সঙ্গে দেখা করার পর, সঙ্গে সঙ্গে সে ঠিক ওই ভাবেই আবার লাফিয়ে নিজের বিল্ডিংয়ে চলে গেল। ভিডিয়োর কমেন্ট সেকশনে লোকজন ওই বাচ্চা দুটির নিরাপত্তা নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। একজন বললেন,’এ এক এমনই খেলা যেখানে তোমার ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনও সুযোগ নেই’।