Viral Video: কোনও মতে মৃত্যুর থেকে রক্ষা পেল এই শিশু, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 24, 2023 | 4:20 PM

Viral: এই ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন মহিলা তার দুই সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। আর গাড়ি থামার অপেক্ষা করছেন। কিন্তু এর মধ্যেই একটি শিশু দ্রুত দৌড়াতে শুরু করে এবং রাস্তা পার হওয়ার চেষ্টা করে। হাত ছাড়িয়ে রাস্তার এপার থেকে ওপারে যায়। তখনই একটি দ্রুতগামী গাড়ি আসছিল। গাড়ির চালক কন্ট্রোল রাখতে না পেরে শিশুটিকে বাঁচাতে গাড়ি ঘুরিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খায়।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন মহিলা তার দুই সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। আর গাড়ি থামার অপেক্ষা করছেন। কিন্তু এর মধ্যেই একটি শিশু দ্রুত দৌড়াতে শুরু করে এবং রাস্তা পার হওয়ার চেষ্টা করে। হাত ছাড়িয়ে রাস্তার এপার থেকে ওপারে যায়। তখনই একটি দ্রুতগামী গাড়ি আসছিল। গাড়ির চালক কন্ট্রোল রাখতে না পেরে শিশুটিকে বাঁচাতে গাড়ি ঘুরিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। চোখের পলকে শিশুটির প্রাণ বাঁচালেন গাড়ির চালক। এই ভিডিয়োটি @cctvidiots নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা আছে,’চালক তার জীবন বাঁচিয়েছে’। মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৭৭ লাখ ভিউ হয়েছে।

Published on: Apr 18, 2023 04:48 PM