আইডি-তে চিকিৎসাধীন চারজনের দেহে নয়া স্ট্রেনের খোঁজ ! বর্ণবিদ্বেষের শিকার বুমরারা! দেখুন, দিনের সেরা ৯

tista roychowdhury |

Jan 09, 2021 | 9:18 PM

আগামী ২৩ জানুয়ারি কি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী? বিদেশের মাটিতে বর্ণবিদ্বেষের শিকার বুমরারা! সেইফ আলি খানের নতুন ছবি! দেখুন দিনের সেরা ৯

Follow Us

বেলেঘাটা আইডি-তে চিকিৎসাধীন চারজনের দেহে ব্রিটেন স্ট্রেনের(New Strain) অস্তিত্ব মিলল। তাঁদের মধ্যে তিন জন পুরুষ ও এক জন মহিলা। আইডি’তে ভর্তি ছ’জনের নমুনা এন‌আইবিএমজি’তে পাঠানো হয়েছিল। আরও এক মহিলার নমুনা আসা বাকি রয়েছে। বাকি এক জনের রিপোর্ট নেগেটিভ। বেলেঘাটা আইডি সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক জন যুবকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বাকিরা সুস্থ রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতর অবশ্য স্ট্রেন(New Strain) প্রাপ্তির খবর স্বীকার করেনি। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এমন কোনও রিপোর্ট আসেনি। উল্লেখ্য, করোনা আবহে গঙ্গাসাগরের মেলা নিয়ে হাইকোর্টে যখন মামলা বিচারাধীন রয়েছে তখন ব্রিটেন-স্ট্রেনের সংখ্যাবৃদ্ধির খবর স্বাস্থ্য দফতরের কর্তাদের উদ্বেগ বাড়াল বলে মনে করা হচ্ছে।

বেলেঘাটা আইডি-তে চিকিৎসাধীন চারজনের দেহে ব্রিটেন স্ট্রেনের(New Strain) অস্তিত্ব মিলল। তাঁদের মধ্যে তিন জন পুরুষ ও এক জন মহিলা। আইডি’তে ভর্তি ছ’জনের নমুনা এন‌আইবিএমজি’তে পাঠানো হয়েছিল। আরও এক মহিলার নমুনা আসা বাকি রয়েছে। বাকি এক জনের রিপোর্ট নেগেটিভ। বেলেঘাটা আইডি সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে এক জন যুবকের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। বাকিরা সুস্থ রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতর অবশ্য স্ট্রেন(New Strain) প্রাপ্তির খবর স্বীকার করেনি। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এমন কোনও রিপোর্ট আসেনি। উল্লেখ্য, করোনা আবহে গঙ্গাসাগরের মেলা নিয়ে হাইকোর্টে যখন মামলা বিচারাধীন রয়েছে তখন ব্রিটেন-স্ট্রেনের সংখ্যাবৃদ্ধির খবর স্বাস্থ্য দফতরের কর্তাদের উদ্বেগ বাড়াল বলে মনে করা হচ্ছে।

Next Video