Suvendu Adhikari: কাঁথি লোকসভার প্রার্থী শুভেন্দু অধিকারী? দেওয়াল লিখনে জোর জল্পনা
Contai: কাঁথি লোক সভার প্রার্থী চাই বিরোধী দলনেতাকেই,এই মর্মে দেওয়ার লিখন মুগবেড়িয়া এলাকায়।বিজেপির দাবি উৎসাহে এই কাজ। কটাক্ষ তৃণমূলের।
এখনো পঞ্চায়েত ভোটের ঘা সুকোয়নি শেষ হয়েছে পঞ্চায়েত ভোট । এখনো বোর্ড গঠন হয়নি। এরই মধ্যে লোকসভার প্রচার শুরু হয়ে গেল। পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কাঁথি লোকসভার মুগবেড়িয়া এলাকায় ১১২ নম্বর বুথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কে প্রার্থী হিসেবে চাইছেন তারা। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত লোকসভা প্রার্থীর নাম ঘোষণা হয়নি। অনেক উৎসাহী কর্মী শুভেন্দু অধিকারীকে লোকসভায় প্রার্থী হিসেবে দেখতে চাইছেন তাই দেওয়াল লিখন করেছে বলে বিজেপি সূত্রের খবর। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র বলেন এই ধরণের ঘটনা তাদের জানা নেই। ও যদি হয়ে থাকে এমন ঘটনা তা হলে কর্মীরা পঞ্চায়েতের সাফল্যের ধরেই অতি উৎসাহে লিখে ফেলেছে। এটা কর্মীদের কর্মঠ ও লড়াইপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল এই ঘটনাকে।