Beard Shaving Tips: রোজ দাড়ি কাটলে, ত্বকের কি ক্ষতি হয়?

Beard Shaving Tips: রোজ দাড়ি কাটলে, ত্বকের কি ক্ষতি হয়?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 3:51 PM

Beard Shaving: অনেকেই দাড়ি রাখতে পছন্দ করেন। দাড়ি রাখা কি ত্বকের পক্ষে ভাল? ঠিক ভাবে দাড়ি কাটলে,পাবেন একাধিক উপকার। দাড়ি কাটলে মৃত কোষ সরে যায় ত্বকের উপর থেকে। ফিরে আসে ত্বকের জেল্লা। রোজ দাড়ি কাটলে ত্বকের ভিতরের ক্ষত নিরাময় হয়। সূর্যের ক্ষতিকর প্রভাব ত্বকে পড়ে না।

অনেকেই দাড়ি রাখতে পছন্দ করেন। দাড়ি রাখা কি ত্বকের পক্ষে ভাল? ঠিক ভাবে দাড়ি কাটলে,পাবেন একাধিক উপকার। দাড়ি কাটলে মৃত কোষ সরে যায় ত্বকের উপর থেকে। ফিরে আসে ত্বকের জেল্লা। রোজ দাড়ি কাটলে ত্বকের ভিতরের ক্ষত নিরাময় হয়। সূর্যের ক্ষতিকর প্রভাব ত্বকে পড়ে না।
রোজ শেভিং করলে, ত্বক থেকে তেল কম ক্ষরণ হয়। ব্রণ-র সমস্যা থেকে মুক্তি পাবেন। রোজ রোজ দাড়ি কাটলে বয়সের ছাপ পড়বে না। শেভিং-র সময় যে জেল লাগানো হয়,তা ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। বলিরেখা দূর হয়। বারবার দাড়ি কাটলে, দাড়ি ঘন হওয়ার ধারণা ভুল।
অনেকেই মনে করেন ক্লিন শেভ করতে হলে চেপে দাড়ি কাটতে হয়,যা ভুল। চেপে দাড়ি কাটলে, গাল কেটে যেতে পারে। ভুল করেও মেয়েদের ব্যবহার করা রেজার,আপনি ব্যবহার করবেন না। দাড়ি কাটার সময় শেভিং ক্রিম সব সময় ব্যবহার করা উচিত। শেভিং ক্রিম ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হতে পারে।