Shantanu Thakur on INDIA Alliance: ইন্ডিয়া জোটকে কড়া আক্রমণ কেন্দ্রীয়মন্ত্রীর!
'২৪ এ যদি বিরোধীদের এই মহাঘোটকে ঘাড় ধরে নর্দমার জল খাওয়ানো যায়, তাহলে আগামী ৫০ বছরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না', বনগাঁয় বিজেপির পদযাত্রা শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
‘২৪ এ যদি বিরোধীদের এই মহাঘোটকে ঘাড় ধরে নর্দমার জল খাওয়ানো যায়, তাহলে আগামী ৫০ বছরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না’, বনগাঁয় বিজেপির পদযাত্রা শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে নতুন জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে সম্বর্ধনা জানাতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। বনগাঁ মতিগঞ্জ থেকে শুরু হয়ে পদযাত্রাটি বনগাঁ রামনগর রোড মোড় এলাকায় এসে শেষ হয়। বিজেপির এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপির বিভিন্ন নেতৃত্ব। পদযাত্রা শেষে বনগাঁ রামনগর রোড মোড় এলাকায় বিজেপির বাধা অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটকে ঘোট বলে কটাক্ষ করে বলেন..”এই ২৪শে যদি এদেরকে ঘাড় ধরে নর্দমার জল খাওয়ানো যায়, আগামী ৫০ বছরে এদেরকে খুঁজে পাওয়া যাবেনা।” এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি শান্তনু ঠাকুর বলেন..”ভারতবর্ষের যা উন্নয়ন হয়েছে তাতে গ্যারান্টি দিয়ে বলছি জল খাবে মানুষ খাওয়াবে।” যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।