Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেকর্ড হচ্ছে, বুঝতে পেরেই কী লুকোলেন কমেডিয়ান কপিল শর্মা?

রেকর্ড হচ্ছে, বুঝতে পেরেই কী লুকোলেন কমেডিয়ান কপিল শর্মা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 11, 2023 | 11:02 PM

হঠাৎই নেটপাড়ায় এক ভিডিয়ো ভাইরাল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, খাবার টেবিলে বসে রয়েছেন কপিল শর্মা। আচমকাই তিনি লক্ষ্য করেন তাঁকে কেউ রেকর্ড করছে। তারপর...

সুইমস্যুটে স্বস্তিকা

তিনি বোল্ড অ্যান্ড বিউটিফুল। শরীর নিয়ে নেই কোনও ছ্যুৎমার্গ। এবার সুইমস্যুটে ছবি দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স নিয়ে কটাক্ষ উড়ে এলে দিলেন সিক্সার, দিলেন উপযুক্ত জবাব। অন্যদিকে মায়ের এই নতুন পোশাক দেখে মেয়ে অন্বেষার প্রশ্ন, “এটি কার?” সেই উত্তরও দিলেন স্বস্তিকা।

বিক্রম সোলাঙ্কি কাছাকাছি

টেলিভিশনের হিট জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। পাঁচ বছর পর তাঁরা আবার বড় পর্দায়। ছবির নাম ‘‘শহরের উষ্ণতম দিনে’। প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র সেন। আগামী ৩০ জুন মুক্তি পাবে এই ছবি।

 

সৃজলার হট ফটোশুট

পাশে রাখা বিলিতি মদের বোতল। চাদরে নিজেকে মুড়ে ফটোশুট সৃজলা গুহর। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, উড়ে এল কটাক্ষ। তবে সৃজলা বাঁচেন তাঁর নিজের শর্তে। তাই ট্রোলড হয়েও তিনি রইলেন নীরব। আপাতত তিনি ব্যস্ত। রাহুল মুখোপাধ্যায়ের আগামী সিরিজের মুখই তো তিনি। বিপরীতে ‘বল্লভপুরের রূপকথা’ সত্যম ভট্টাচার্য।

সব মিটল অবশেষে?

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বার বার চর্চিত হয়েছেন অভিনেত্রী পরীমণি। কয়েক সপ্তাহ ধরেই একের পর এক ঘটনা ঘটছে তাঁর জীবনে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েই যাচ্ছিল, তবে আবারও একসঙ্গে ছবি দিলেন দু’জনে। ১০ মাস পূর্ণ করল পরীমণির ছেলে রাজ্য। সেই উপলক্ষেই এক হলেন তাঁরা। স্বামী রাজ ও ছেলে রাজ্যের সঙ্গে কেক কাটার ছবি শেয়ার করে, নায়িকা লেখেন, “আজ রাজ্যের দশ মাস পূর্ণ হল। মা ব্যস এতটুকুই।”

 

কী লুকোলেন কপিল?

হঠাৎই নেটপাড়ায় এক ভিডিয়ো ভাইরাল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, খাবার টেবিলে বসে রয়েছেন কপিল শর্মা। আচমকাই তিনি লক্ষ্য করেন তাঁকে কেউ রেকর্ড করছে। এর পরই দেখা যায় টেবিল থেকে কী যেন সরিয়ে দিলেন তিনি। হাতের মধ্যে মুঠো করে তা রাখলেন সোফার পিছনে। কপিল কী লুকিয়েছিলেন জানেন? তা আর কিচ্ছু নয়, একটি সিগারেটের প্যাকেট।

 

বিপাশার মেয়ের মুখেভাত

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের আদরের সন্তান দেবী বসু সিং গ্রোভার। সম্প্রতি আয়োজিত হয়েছিল তাঁর মুখে ভাতের অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়েই ভরপুর বাঙালিয়ানা। সাজগোজ থেকে খাবার, বাদ ছিল না কিছুই।লাল বেনারসী শাড়ি পরে, টোপর মাথায় দিয়ে, চন্দনের ফোঁটায় নিজেকে সাজিয়ে ছোট্ট দেবী তখন ঘুরে বেড়াচ্ছে এক কোল থেকে অন্য কোলে।

দুর্ঘটনার কবলে রুবিনা

টিভির জনপ্রিয় অভিনেত্রী ও বিগবস বিজেতা রুবিনা দিলায়েককে কে না চেনেন? ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। পেয়েছেন চোটও। এমতাবস্থায় ক্ষোভ উগরে দিলেন নায়িকার স্বামী অভিনব শুক্লা। ক্ষোভ উগরে দিলেন বেপরোয়া ও বেসামাল চালকদের উপর। তবে লেটেস্ট আপডেট, রুবিনা ভাল আছেন, তাঁর চোট গুরুতর নয়। যদিও গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে।

 

দেওল পরিবারে বিয়ে

দেওলদের বাড়িতে সাজো সাজো রব। সানি দেওলের বড় ছেলে করণ দেওলের বিয়ে। স্কুলজীবনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করণ। আগামী ১৬ জুনই এক হবে চার হাত।

 

‘সাবধান মধুমিতা’

তিলোত্তমায় হুডখোলা জিপে ড্রাইভিংয়ে বেরিয়েছিলেন মধুমিতা সরকার। কিন্তু তাঁর দুরন্ত গতিতে গাড়ি চালানো দেখে নেটিজেনদের একটা বড় অংশ রেগে লাল। এল সাবধানবাণী। তাঁদের বক্তব্য, “এ কী করছেন আপনি! সাবধানে গাড়ি চালান। প্রাণের চেয়ে বড় কিছু নেই।”