‘বয়স দেখে শরীর ঠিক করবে, আমার কী দেখেছ?’, টিকিট না পেয়ে মমতাকে প্রশ্ন অশীতিপর জটুর
প্রার্থী হতে না পেরে 'তৃণমূলত্যাগী' জটুর বিজেপির(Bharatiya Janta Party) কাছে আর্জি 'যাই করুন, অপমান করবেন না।'
বিজেপিতে যোগ দিলেন জটু লাহিড়ি। শিবপুরের পাঁচবারের বিধায়ক জটুবাবুকে প্রার্থী করেনি তৃণমূল। রাগে-অভিমানে শুক্রবার থেকেই বিস্ফোরক ছিলেন তিনি। শনিবার সাফ জানালেন, “বামেদের দুর্গে আমি একমাত্র শিবপুরের পাঁচবারের বিধায়ক। অথচ আমাকে বয়সের দোহাই দিয়ে দল টিকিট দিল না। তাই আমি বিজেপিতে যোগ দিলাম। আর সেটা কোনও শর্ত ছাড়াই।”
শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। একাধিক নতুন মুখ সে তালিকায়। আবার বাদ পড়েছেন বহু ‘দাপুটে’ নেতাও। বয়সের কারণে এবার অনেককেই প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “ভোটে জিতলে বাংলাতেও বিধান পরিষদ হবে। সেখানকার সদস্য হবেন প্রবীণ দলীয় নেতারা।” কিন্তু ‘দিদি’র সে ‘স্তোকে’ ভুলছেন না ‘ভাই-বোনেরা’।
Published on: Mar 06, 2021 02:59 PM
Latest Videos