Whatsapp Spam Call: হোয়াটসঅ্যাপে +84,+62,+60 নম্বর থেকে ফোন?
হোয়াটসঅ্যাপ ভুয়ো মেসেজ আসা শুরু হয়েছে হোয়াটসঅ্যাপে। +84,+62,+60 এই নম্বরগুলি থেকে অনেক সময় ফোন আসে। অনেকেই ভয় পান এই সব আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এলে। এই স্প্যাম কলের থেকে সাবধান হন।
হোয়াটসঅ্যাপ ভুয়ো মেসেজ আসা শুরু হয়েছে হোয়াটসঅ্যাপে। +84,+62,+60 এই নম্বরগুলি থেকে অনেক সময় ফোন আসে। অনেকেই ভয় পান এই সব আন্তর্জাতিক নম্বর থেকে ফোন এলে। এই স্প্যাম কলের থেকে সাবধান হন। হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এলে ভয় পাবেন না। হোয়াটসঅ্যাপে স্প্যাম নম্বরগুলিকে ব্লক করুন। সেই স্প্যাম নম্বরগুলিকে রিপোর্ট করুন। সতর্ক থাকুন প্রতারকদের থেকে। তার প্রতারণা করছে চাকরির নাম করে। এদের মেসেজের উত্তর না দিয়ে ব্লক করে রিপোর্ট করুন। ট্রুকলারের হোয়াটসঅ্যাপে সন্দেহজনক মেসেজ এলে সতর্ক থাকুন। হোয়াটসঅ্যাপে এবার ট্রুকলারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপে প্রাইভেসি অপশনে গিয়ে ব্লক কন্ট্যাক্ট অপশন সিলেক্ট করুন। অ্যাড বাটনে গিয়ে আপনি ব্লক করতে পারেন নাম্বার গুলো। খুব শীঘ্রই ভিডিও ও ভয়েস স্প্যাম কল হোয়াটসঅ্যাপ রুখবে।