Billy Bowden: কোথায় গেলেন বিলি বাউডেনকে?
বিশ্ব ক্রিকেট বেশ কয়েক জন আম্পায়ার ছিলেন যাঁরা জনপ্রিয়। সাইমন টাফেল,ডেভিড শেফার্ড,বিলি বাউডেন ও স্টিভ বাকনার। এঁদের থেকে বিলি বাউডেন ছিলেন একটু আলাদা। তিনি যেভাবে ছক্কা দেখাতানে, তা ক্রিকেট সমর্থকদের ভাল লাগত। ছক্কা দেখানোর সময় তিনি হাতটিকে ধীরে ধীরে উপরে তুলতেন। ২০ বছর বয়স পর্যন্ত তিনি খেলতেন। তারপর তাঁকে আর দেখা যেত না।
বিশ্ব ক্রিকেট বেশ কয়েক জন আম্পায়ার ছিলেন যাঁরা জনপ্রিয়। সাইমন টাফেল,ডেভিড শেফার্ড,বিলি বাউডেন ও স্টিভ বাকনার। এঁদের থেকে বিলি বাউডেন ছিলেন একটু আলাদা। তিনি যেভাবে ছক্কা দেখাতানে, তা ক্রিকেট সমর্থকদের ভাল লাগত। ছক্কা দেখানোর সময় তিনি হাতটিকে ধীরে ধীরে উপরে তুলতেন। বাউন্ডারি দেখানোর সময় হাত ও পা দোলাতেন। বাউডেন খুব ভাল বোলিংয় করতেন। ২০ বছর বয়স পর্যন্ত তিনি খেলতেন। তারপর তাঁকে আর দেখা যেত না। কারণ গেঁটে বাতে রোগ হয় তাঁর। এই রোগ তাঁর শরীরে ছড়িয়ে যায়। তখন তিনি অবসর নেন। সিদ্ধান্ত নেন আম্পায়ারিং করবেন তিনি। আঙুল তুলতে তার খুব যন্ত্রণা হত। তখন তিনি সিদ্ধান্ত নেন আউট দেখানোর সময় আঙুলটা বাঁকিয়ে তুলবেন। ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ বাউডেন আম্পায়ারিং করেছেন । এখন তাঁর নাম আন্তর্জাতিক প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে তাঁকে আর দেখা যাবেনা।
Latest Videos