Alex Carey: চুল কাটিয়ে টাকা দিলেন না অজি ক্রিকেটার!

Alex Carey: চুল কাটিয়ে টাকা দিলেন না অজি ক্রিকেটার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 6:57 PM

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ যুদ্ধ জমে উঠেছে। অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। ক্যারি চুল কাটিয়ে টাকা দেননি এমনটাই দাবি লন্ডনের এক নাপিতের। খবরটি প্রকাশ পায় ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’এ। চুল কাটানোর জন্য ৩০ পাউন্ড দিতে হবে অ্যালেক্স ক্যারিকে। সেই নাপিতের নাম অ্যাডাম মাহমুদ। তাঁর সেলুনের বয়স ৩৯ বছর।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ যুদ্ধ জমে উঠেছে। অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। ক্যারি চুল কাটিয়ে টাকা দেননি এমনটাই দাবি লন্ডনের এক নাপিতের। খবরটি প্রকাশ পায় ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’এ। চুল কাটানোর জন্য ৩০ পাউন্ড দিতে হবে অ্যালেক্স ক্যারিকে। সেই নাপিতের নাম অ্যাডাম মাহমুদ। তাঁর সেলুনের বয়স ৩৯ বছর। এই সেলুনে শুধু ক্যাশ পেমেন্ট করা যায়। নাপিতের দাবি,ক্যারি তাঁর সতীর্থেদের নিয়ে সেলুনে আসেন। সেখানে তাঁদের চুল,দাড়ি কাটার পরে, ক্যারি জানান তাঁর কাছে নগদ টাকা নেই। নাপিত তাঁকে বলেন, ক্যারি বাড়ি থেকে টাকা তুলে পেমেন্ট করতে। নগদ টাকা তোলার যন্ত্রও সেখানে ছিল। ক্যারি জানান, তিনি টাকা ট্রান্সফার করবেন।নাপিত তাঁকে কয়েক দিনের সময় দিয়েছেন । অ্যাডাম জানান, তিনি যদি টাকা না দেন, তাঁর খুব খারাপ লাগবে। ক্যারিকে ৩১৭২ টাকা দিতে হবে সেই নাপিতকে। অস্ট্রেলিয়ার তরফে এই অভিযোগ খারিজ করেছে। থ্রেডস অ্যাপে স্টিভ স্মিথের দাবি,ক্যারি চুল কাটতে সেখানে যাননি।সেই সেলুনে অস্ট্রেলিয়া দলের অন্য এক সদস্য সেখানে যান। সেই সদস্য পেমেন্টও করে দেন।