Dagu Glacier: সাদা কাপড়ে ঢাকা হচ্ছে আস্ত হিমবাহ!

Dagu Glacier: সাদা কাপড়ে ঢাকা হচ্ছে আস্ত হিমবাহ!

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 16, 2023 | 6:38 PM

Glacier Melting: হিমবাহের ওপরে চাদর বিছানোর কাজটি বেশ কঠিন। এই কাজ করতে গিয়ে তাঁদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। বিজ্ঞানীদের কোমর বরফে ঢেকে যাচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে, ড্রোনের মাধ্যমে চাদর ছড়ানো যায় কি না।

বিশ্ব উষ্ণায়নের জন্য গলে যাচ্ছে একের পর এক হিমবাহ। দাগু হিমবাহের গলন রক্ষার জন্য চিন বড় পদক্ষেপ নিল। চিনা বিজ্ঞানীরা ৪,৩০০ বর্গফুট জায়গা সাদা কাপড়ে ঢেকে দেন। কিন্তু তাও কি বরফের গলন আটকানো যাবে? এই চাদর আটকে দেবে সূর্যের রশ্মিকে। সাদা চাদরটি সূর্যের রশ্মিকে প্রতিফলিত করবে বায়ুমণ্ডলে। ৯৩% প্রতিফলিত করতে পারে এই চাদর। ফিল্ম সেলুলোজ অ্যাসিটেট থেকে বানানো হয় এই চাদরটি। দাগু পর্বতের পাশে অনেক মানুষের বাস। তিব্বতের এই হিমবাহের গলন রোধ করা না গেলে মানুষের জীবন বিপন্ন হবে। হিমবাহের ওপরে চাদর বিছানোর কাজটি বেশ কঠিন। এই কাজ করতে গিয়ে তাঁদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। বিজ্ঞানীদের কোমর বরফে ঢেকে যাচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে, ড্রোনের মাধ্যমে চাদর ছড়ানো যায় কি না।