SRK Slapped: শাহরুখকে সপাটে চড় নায়িকার!
শাহরুখ খানকে একাধিক বার চড় মারা হচ্ছে। কিন্তু তিনি কিছু বলছেন না। সব কিছু তিনি হাসিমুখে মেনে নিয়েছেন। একটা সময়ের পর কেঁদে ফেললেন নায়িকা। ছবির নাম ‘কভি হাঁ কভি না’।
শাহরুখ খানকে একাধিক বার চড় মারা হচ্ছে। কিন্তু তিনি কিছু বলছেন না। সব কিছু তিনি হাসিমুখে মেনে নিয়েছেন। একটা সময়ের পর কেঁদে ফেললেন নায়িকা। ছবির নাম ‘কভি হাঁ কভি না’। অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি চড় মেরেছিলেন শাহরুখকে। অনেক বছর পর সেকথা জানান সুচিত্রা। তিনি বলেন প্রথম টেকে শাহরুখকে ঠিক ভাবে চড় মারতে পারেননি। পরিচালক নির্দেশে দেন,শাহরুখকে চড় মেরে যেতে হবে। পরিচালকের নির্দেশ ছিল, যাতে এই অভিনয়ের দৃশ্য আসল মনে হয়। একটা সময়ের পর সুচিত্রা কেঁদে ফেলেন। শাহরুখ এত কিছুর পরেও তিনি কোন কথাও বলেননি। ২৯ বছর আগে এই ছবিটি মুক্তি পায়। সুপার হিট হয় সিনেমাটি। এই ছবিতে দেখা যায় নাসিরুদ্দিন শাহ ও দীপক তিজোরিকে।
Latest Videos