Scooter: উচ্চতা কম? চালাতে পারেন এই স্কুটার
যাঁদের উচ্চতা কম তাঁরা স্কুটার চালানোর সময় সমস্যায় পড়েন। এই ৫ স্কুটার চালাতে পারবেন, আপানার উচ্চতা কম থাকলেও। টিভিএস জেস্ট স্কুটার মহিলাদের জন্য ভাল। এই স্কুটার অনেক হালকা।
যাঁদের উচ্চতা কম তাঁরা স্কুটার চালানোর সময় সমস্যায় পড়েন। এই ৫ স্কুটার চালাতে পারবেন, আপানার উচ্চতা কম থাকলেও। টিভিএস জেস্ট স্কুটার মহিলাদের জন্য ভাল। এই স্কুটার অনেক হালকা। সিটের উচ্চতা ৭৬০ মিলিমিটার। মাইলেজও বেশ ভাল দেয়। ১০৯ সিসির ইঞ্জিন আছে । এক্স-শোরুম দাম ৭৩,০৩৬ টাকা। হিরো প্লেসার প্লাসের সিটের উচ্চতা ৭৬৫ মিলিমিটার। মাইলেজও বেশ ভাল দেয়। ১১০ সিসির ইঞ্জিন আছে । ব্লুটুথ কানেকশনের সুবিধা পাবেন। এক্স-শোরুম দাম ৬৮,৩৬৮ টাকা। হোন্ডা এক্টিভার সিটের উচ্চতা ৭৬৫ মিলিমিটার। এই স্কুটারের ২ধরনের ইঞ্জিন আছে। ১১০ সিসি ও ১২৫ সিসি। ১১০ সিসি মডেলের স্কুটারের এক্স-শোরুম দাম ৭৫,০০০ টাকা। ১২৫ সিসি মডেলের স্কুটারের এক্স-শোরুম দাম ৭৮,৯২০ টাকা। টিভিএস জুপিটারের সিটের উচ্চতা 765 মিলিমিটার। এই স্কুটারে USB চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা পাবেন।
এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭২,০০০ টাকা থেকে। হোন্ডা গ্রাজিয়া ১২৫ স্কুটারের হর্সপাওয়ার ৮.১৯। সিটের উচ্চতা ৭৬৫ মিলিমিটার। এই স্কুটারের এক্স-শোরুম দাম ৮২,৫২০ টাকা।