Amarnath cave: এই মুসলিম সর্বপ্রথম যান অমরনাথে!

Amarnath cave: এই মুসলিম সর্বপ্রথম যান অমরনাথে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 5:56 PM

অমরনাথ গুহা নিয়ে বিস্ময়ের অন্ত নেই। বিন্দু বিন্দু জল জমে তৈরি হওয়া শিবলিঙ্গ দেখতে প্রতি বছর ভক্ত সমাগম হয়। কথিত দেবাদিদেব মহাদেব এই গুহায় বসে দেবী পার্বতীকে সৃষ্টির আদি কাহিনী শোনান। জানেন কী কে প্রথম খুঁজে পান অমরনাথের গুহা।

অমরনাথ গুহা নিয়ে বিস্ময়ের অন্ত নেই। বিন্দু বিন্দু জল জমে তৈরি হওয়া শিবলিঙ্গ দেখতে প্রতি বছর ভক্ত সমাগম হয়। কথিত দেবাদিদেব মহাদেব এই গুহায় বসে দেবী পার্বতীকে সৃষ্টির আদি কাহিনী শোনান। জানেন কী কে প্রথম খুঁজে পান অমরনাথের গুহা। কাশ্মীরের এক মেষ পালক ১৫ শতকে খুঁজে পান এই গুহা। তার নাম বুটা মালিক । ওই গুহার কাছেই ছিলেন এক সাধু। বুটাকে তিনি এক বস্তা কয়লা দেন। সেই কয়লা বদলে সোনা হয়ে যায়। সাধুকে ধন্যবাদ দিতে আসেন বুটা মালিক। এসে দেখেন সাধু নেই গুহায় রয়েছে মস্ত এক বরফের শিবলিঙ্গ। আজও তাঁর বংশধরেরা অমরনাথ যাত্রার শুরু করেন প্রতি বছর। পুরাণ মতে মহর্ষি ভৃগু হিমালয়ে যাত্রার পথে অমরনাথ গুহা আবিষ্কার করেন। অমরনাথ জম্মু ও কাশ্মীরে ১৩,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। শ্রীনগর থেকে দূরত্ব ১৩৫ কিমি। প্রতি বছর অমরনাথ যাত্রা হয়। অমরনাথ শ্রাইন বোর্ডের অনুমতি নিয়ে এই যাত্রার ছাড়পত্র পাওয়া যায়। দুটি রুটে বর্ফানি বাবার গুহায় ট্রেক করা যায়। একটি রুট পহেলগাম- পঞ্চতরণি – শেষনাগ হয়ে অন্যটি বালটালের পথে। পাওয়া যায় টাট্টু ও হেলিকপ্টার পরিষেবা। শারীরিক চিকিৎসা ছাড়াও দিতে হয় সম্পূর্ণ পরিচয় পত্রের প্রমাণ।