Vande Bharat Express: নতুন রঙে বন্দে ভারত!

Vande Bharat Express: নতুন রঙে বন্দে ভারত!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 5:43 PM

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বানানো হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সেখানে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব সেখানে গিয়ে এই হাই স্পিড তৈরির ব্যাপারে কথা বলেন।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বানানো হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সেখানে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব সেখানে গিয়ে এই হাই স্পিড তৈরির ব্যাপারে কথা বলেন। একটি ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনটির রঙ গেরুয়া। অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতীয় তিরঙ্গার অনুপ্রেরণায় বন্দে ভারতের ২৮ তম রেকটি বানানো হয়েছে। তিনি আরও জানান, এটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে বানানো। অশ্বিনী বৈষ্ণব জানান, নিরাপত্তার জন্য নতুন ফিচার আনা হবে। সেই নতুন ফিচারটির নাম অ্যান্টি-ক্লাইম্বিং ডিভাইস। এই ফিচারটি দেখা যাবে বন্দে ভারত ও অন্যান্য ট্রেনে।