Free Tometo: ২ কিলো টমেটো ‘ফ্রি’ এই দোকানে
মধ্যপ্রদেশের এক দোকান বিনামূল্যে ২ কেজি টমেটো দিচ্ছে। বারাণসীর এক ব্যবসায়ী টমেটো পাহারা দিতে বাউন্সার রেখেছেন। এই অবস্থায় বিনামূল্যে টমেটো কীভাবে দিচ্ছেন ওই ব্যবসায়ী? একটি স্মার্ট ফোন কিনলে তার সঙ্গে ২ কিলো টমেটো ফ্রি। গুজরাট রাজস্থান ও মহারাষ্ট্র ছাড়া সারা দেশে অগ্নিমুল্য টমেটো।
মধ্যপ্রদেশের এক দোকান বিনামূল্যে ২ কেজি টমেটো দিচ্ছে। বারাণসীর এক ব্যবসায়ী টমেটো পাহারা দিতে বাউন্সার রেখেছেন। এই অবস্থায় বিনামূল্যে টমেটো কীভাবে দিচ্ছেন ওই ব্যবসায়ী? একটি স্মার্ট ফোন কিনলে তার সঙ্গে ২ কিলো টমেটো ফ্রি। গুজরাট রাজস্থান ও মহারাষ্ট্র ছাড়া সারা দেশে অগ্নিমুল্য টমেটো। কলকাতা কিলো প্রতি ১৫২ টাকা। দিল্লি কিলো প্রতি ১৫০ টাকা। চেন্নাই কিলো প্রতি ১১৭ টাকা। মুম্বই কিলো প্রতি ১০৮ টাকা। ইউপির শাহজাহানপুরে টমেটোর দাম সর্বাধিক কিলো প্রতি ১৬২ টাকা। রাজস্থানের চুরুতে টমেটোর দাম কিলো প্রতি ৩১ টাকা। গুরগাঁও কিলো প্রতি ১৪০ টাকা। বেঙ্গালুরু কিলো প্রতি ১১০ টাকা। বারাণসী কিলো প্রতি ১০৭ টাকা। হায়দরাবাদ কিলো প্রতি ৯৮ টাকা। ভোপাল কিলো প্রতি ৯০ টাকা। সপার অখিলেশ যাদব মজা করে বলছেন ‘টমেটোকে জেড নিরাপত্তা দেওয়া হোক’। অন্যদিকে ম্যাক ডোনাল্ডসের তরফে নোটিশ দেওয়া হয়েছে। টমেটো ছাড়াই তাদের সব পদ দেওয়া হবে।