Kajol: সঙ্কল্পে ছেদ পড়ল অভিনেত্রী কাজলের, কী করলেন তিনি?

Kajol: সঙ্কল্পে ছেদ পড়ল অভিনেত্রী কাজলের, কী করলেন তিনি?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 16, 2023 | 10:30 PM

জানিয়েছিলেন অনস্ক্রিন চুমু খাবেন না কোনওদিন। সেই মতো ১৯৯৪ সালের পর থেকেই সিনেমায় কাজলের অন্তরঙ্গ ও চুম্বনের দৃশ্য কোনওদিন দেখাও যায়নি। তবে এবার সেই সঙ্কল্পে ছেদ পড়ল অভিনেত্রী কাজলের।

প্রতিজ্ঞা ভাঙলেন কাজল

জানিয়েছিলেন অনস্ক্রিন চুমু খাবেন না কোনওদিন। সেই মতো ১৯৯৪ সালের পর থেকেই সিনেমায় কাজলের অন্তরঙ্গ ও চুম্বনের দৃশ্য কোনওদিন দেখাও যায়নি। তবে এবার সেই সঙ্কল্পে ছেদ পড়ল অভিনেত্রী কাজলের। ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ সহ অভিনেতা যিশু সেনগুপ্ত ও অ্যালি খানকে অনস্ক্রিন চুম্বন অভিনেত্রীর।

 

 

কী সিদ্ধান্ত নিলেন আলিয়া?

একটা সময় অভিনয়ের জন্য সব ছাড়তে রাজি ছিলেন আলিয়া ভাট। ছেড়েওছেন। কিন্তু এখন আর তা সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন আলিয়া ভাট। বললেন, এখন আমার স্বামী পরিবার সন্তান রয়েছে। এখন আমি ব্যালান্স করতে চাই।

 

 

 

কবে মা হবেন ক্যাট
জীবনের ৪০টা বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। মা হবেন কবে, এই প্রশ্ন প্রায় সকলের মুখে মুখে। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই মুহূর্তে মা হওয়ার নাকি কোনও পরিকল্পনাই নেই তাঁর। চান না, স্বামী ভিকি কৌশলেরও। আপাতত কেরিয়ারেই নজর দিতে চান তিনি।

 

 

মেজাজ হারালেন কাজল
পাপারাৎজিদের যে পছন্দ করেন না কাজল তা সম্প্রতিতে স্পষ্টই জানিয়ে দিয়েছেন। তবে এবার মুখের ওপর ‘না’ বললেন কাজল। বেশ কিছুক্ষণ ছবি তোলার পরও যখন সকলে তাঁকে পোজ় দেওয়ার জন্য অনুরোধ করেন, তখন রীতিমত মেজাজ হারিয়ে মুখের ওপর মানা করে দেন তিনি।

 

 

 

উদ্ধার অভিনেতার দেহ

বন্ধ ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হচ্ছিল কিছু দিন ধরেই। প্রতিবেশীরা খবর দিয়েছিলেন স্থানীয় থানায়। পুলিশ এসে তালা ভাঙতেই হতবাক সকলেই। উদ্ধার হল অভিনেতার পচাগলা দেহ। ঘটনাটি ঘটেছে পুনের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি ফ্ল্যাটে। মৃতের নাম রবীন্দ্র মহাজানি। মরাঠি ফিল্ম দুনিয়ার পরিচিত নাম ছিলেন তিনি। তাঁর ছেলে গশমীর মহাজানি হিন্দি ধারাবাহিকের পরিচিত নাম।

 

 

মনের মানুষ পেলেন অঙ্কিতা?
জগদ্ধাত্রী খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কি খুঁজে পেলেন মনের মানুষ? সোশ্যাল মিডিয়ায় এক রোম্যান্টিক পোজ় দিয়ে জল্পনা উষ্কে দিলেন নিজেই। তবে রহস্য আর রহস্য রইল না, তিনি নিজেই জানিয়ে দিলেন, এখনও মনের মানুষের খোঁজ পাননি।

বিরক্ত শ্রুতি
বয়সের ফারাক ১৪ বছর, এমনই খবর বারবার শিরোনামে জায়গা করে নেয় শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে শ্রুতি লিখলেন, চার বছর ধরে শুনছি তো আসলে এবার আমরা বিরক্ত হচ্ছি আর কি…।

 

 

 

কটাক্ষ সায়ন্তিকাকে

কটাক্ষের মুখে অভিনেত্রী তথা তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছোট পোশাকে ছবি দিতেই নিন্দার মুখে পড়তে হল তাঁকে। নেটিজেনদের একটা বড় অংশের মতে বেশ অনেকটাই মোটা হয়ে গিয়েছেন অভিনেত্রী। চলল একের পর এক নেতিবাচক মন্তব্য।

 

 

ভুল শুধরে দিলেন কৌশাম্বী

কৌশাম্বীর চক্রবর্তীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেমিক আদৃত রায়। কিন্তু দেরি হয়ে গেল খানিক। মিষ্টি ছবি পোস্ট করে কৌশাম্বী লেখেন, “শুভ জন্মদিন ম্যাড ওম্যান….! তোমার জন্য একরাশ আনন্দ , সব সময় এ ভাবেই হাসতে থেকো কৌশাম্বী চক্রবর্তী। আদৃতের জবাবে কৌশাম্বী লেখেন, “ওটা বিলেটেড। যাই হোক ধন্যবাদ আদৃত।”