MS Dhoni News: ধোনির প্রথম ক্রাশ কে?
মহেন্দ্র সিং ধোনি সব সময় খবরের শিরোনাম থাকেন। তিনি ৪১ বছর বয়সে অবসর নেন জাতীয় দল থেকে। এবারের আইপিএল তিনি জিতেছেন। তাঁর প্রথম ক্রাশের কথা জানেন?
মহেন্দ্র সিং ধোনি সব সময় খবরের শিরোনাম থাকেন। তিনি ৪১ বছর বয়সে অবসর নেন জাতীয় দল থেকে। এবারের আইপিএল তিনি জিতেছেন। জেতার পর আবেগে তাঁর চোখে জল এসে গেছিল। জেতার পর জাডেজাকে কোলে তুলে ছিলেন। আইপিএল ফাইনাল জেতার পর ধোনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। কোকিলাবেন হাসপাতালে তিনি এই অস্ত্রোপচার করান। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি তাঁর মেয়ে এবং স্ত্রী নিয়ে রাঁচি গেছেন। মাহির হাতে দেখা গেছে গীতা। পরের বছরও তিনি আইপিএল খেলতে পারেন। ধোনির জীবনে ক্রাশ ছিল। তাঁর প্রথম ক্রাশের কথা জানেন? তাঁর ক্রাশ হয় স্কুলজীবনে। ধোনি তখন দশম শ্রেণিতে পড়তেন। ধোনি জানিয়েছেন তাঁর প্রথম ক্রাশের নাম স্বাতী। তাঁরা একই স্কুলে পড়াশুনো করতেন। তবে সেই ক্রাশকে ধোনি আর খুঁজে পাননি।