Snow Storm: এবার কি আসতে চলেছে তুষার যুগ?
Science News: হিমবাহ থেকে তৈরি হয় একাধিক নদী। অধ্যাপক অ্যালি জানান, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস। আগামী এক দশকের মধ্যে পৃথিবীর অবস্থা তুষার যুগের মতো হবে।
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি চিন্তা বাড়চ্ছে ভূবিজ্ঞানীদের। ভূবিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি নিয়ে গবেষণা করছেন। তাঁরা জানান,গত ৪৪ বছরে পৃথিবীর উপরিভাগের উষ্ণতা বেড়েছে। যেভাবে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, ১.২৫ লাখ বছরের রেকর্ড ভাঙবে।
এখন পৃথিবী সব থেকে বেশি উষ্ণ। ভূবিজ্ঞানীদের কথায়, এটি ভয়ের কারণ। গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে তুষার যুগ ছিল ১.২৫ লাখ বছর আগে। এই তুষার যুগের আগে পৃথিবীর তাপমাত্রা খুব বেড়ে যায়। তারপর এক ঝটকায় কমতে থাকে তাপমাত্রা । গোটা বিশ্ব বরফে ঢেকে যায়। তুষার যুগ চলে অনেক বছর ধরে। এই সময় জলবায়ুর পরিবর্তন হয়। এমনকি প্রাণী জগতেও এর প্রভাব পড়ে। সারা জীবনের মতো হারিয়ে যায় অতিকায় হাতি। সেই সময় বরফের নীচে ছিল দুই মেরু অঞ্চল। তৈরি হয় হিমবাহ।
সেই হিমবাহ থেকে তৈরি হয় একাধিক নদী। অধ্যাপক অ্যালি জানান, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস। আগামী এক দশকের মধ্যে পৃথিবীর অবস্থা তুষার যুগের মতো হবে।