Uttarakhand Tunnel Disaster: অনিদ্রা, অনাহারে জয়দেবের পরিবার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 20, 2023 | 6:55 PM

প্রায় আট ন'টা দিন পার হয়ে গেলো।এখনও কাজের কোন অগ্রগতি নেই।সেই অন্ধকূপের মধ্যেই পড়ে রয়েছেন বাড়ির ছেলে।নিমডিঙ্গির জয়দেব পরামানিক আর হরিণাখালির সৌভিকের পরিবারের এখন চোখের জলই সম্বল। দিন কাটছে অনিদ্রা,অনাহারে। দিন যত বাড়ছে ততই তাদের ভরসা কমছে।হতাশা বাড়ছে। এলাকায় ক্ষোভ বাড়ছে।

প্রায় আট ন’টা দিন পার হয়ে গেলো।এখনও কাজের কোন অগ্রগতি নেই। সেই অন্ধকূপের মধ্যেই পড়ে রয়েছেন বাড়ির ছেলে। নিমডিঙ্গির জয়দেব পরামানিক আর হরিণাখালির সৌভিকের পরিবারের এখন চোখের জলই সম্বল। দিন কাটছে অনিদ্রা,অনাহারে। দিন যত বাড়ছে ততই তাদের ভরসা কমছে।হতাশা বাড়ছে। এলাকায় ক্ষোভ বাড়ছে।

তাদের প্রশ্ন, সাধারণ মানুষ বলেই কি এত অবহেলা? এরা যদি কোন নেতা বা মন্ত্রীর ছেলে বা আত্মীয় স্বজন হত তাহলে কি এত অবহেলা হত? সূত্র মারফত খবর পাচ্ছেন যে তারা ভিতরে আছেন। ভালো আছেন।কিন্তু সেটাও কতটা সত্যিই তা নিয়ে এবার প্রশ্ন জাগছে মনে।কবে উদ্ধার হবে তাদের বাড়ির ছেলেরা।এক জন অসুস্থ হয়ে গেছেন।শয্যাশায়ী। কথাই বলতে পারছেন না।

আর অপর জনের নাওয়া খাওয়া, নিদ্রা বন্ধ।কাজ কর্ম সবই বন্ধ।কেন এখনও উদ্ধার হচ্ছে না। আদৌ কি উদ্ধার হবে? নাকি রোজই সান্ত্বনা বাক্য শুনতে হবে। সেই অন্ধকূপের মধ্যে না খেয়ে আছে ছেলেগুলো। সরকারের কি কোন পদক্ষেপ নেই? তাদের একটাই আবেদন,এবার যত তাড়াতাড়ি সম্ভব ছেলেদের উদ্ধার করে বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিন।