জীবনের শুভ দিকে ক্যামেরা তাক করে সুনীল কে দত্ত
নিউইয়র্কের ক্রিস্টোফার পুরস্কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেট অফ রেকগনিশন আর ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন একাধিকবার। আর ১৯৮৭তে ফটোগ্রাফি সোসাইটি অফ আমেরিকা বিশ্বের সেরা ফটোগ্রাফারের শিরোপা পেয়েছেন সুনীল কুমার দত্ত।
দেশের বিভিন্ন আর্ট গ্যালারি ছাড়াও লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম অফ ফটোগ্রাফি কিংবা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রদর্শিত হয়েছে সুনীল কুমার দত্তের ছবি। নিউইয়র্কের ক্রিস্টোফার পুরস্কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেট অফ রেকগনিশন আর ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন একাধিকবার। আর ১৯৮৭তে ফটোগ্রাফি সোসাইটি অফ আমেরিকা বিশ্বের সেরা ফটোগ্রাফারের শিরোপা পেয়েছেন সুনীল কুমার দত্ত। মাদার টেরেসাকে দীর্ঘদিন লেন্সে ধরেছেন তিনি। কলকাতার রাজপথ থেকে সরু গলি ঘুরে বেড়িয়েছে সুনীলের ক্যামেরা। তুলে এনেছে মণি-মুক্তো সব। মাদার টেরেসার ওপর সুনীল কে দত্তের বই “ডাউন মেমরি লেন” বইয়ের প্রকাশও করেছেন মাদার টেরেসা। বারেবারে তাঁকে আকর্ষণ করেছে চলমান জগতের প্রবহমান জীবন আর জীবনের শুভ দিক। তা-ই বারেবারে উঠে এসেছে তাঁর কাজে। সুনীল কুমার দত্তের বিগত পাঁচ দশকের কাজ থেকে প্রায় ২৫০০০ ছবি সংরক্ষণ করেছে লন্ডনের অ্যাবান্ডান্ট আর্ট গ্যালারি। ওই আর্ট গ্যালারি ইউরোপের বিভিন্ন শহরে এই মুহূর্তে সুনীল কে দত্তের কাজের প্রদর্শনী ও বিপণন করছে।