Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyber Fraud: ইউটিউব ভিডিয়োতে লাইক, খোয়ালেন ৩৩ লক্ষ!

Cyber Fraud: ইউটিউব ভিডিয়োতে লাইক, খোয়ালেন ৩৩ লক্ষ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 02, 2023 | 8:34 PM

সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ।পার্ট টাইম চাকরির লোভ দেখিয়ে অনেককেই আকৃষ্ট করার চেষ্টা করছে একদল স্ক্যামার। খুব সহজ কাজের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ উপার্জনের লোভ দেখানো হচ্ছে তাঁদের।

সাইবার ক্রাইম এখন সমাজের সবচেয়ে বড় ব্যাধি। সেই ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন এদেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ। বিভিন্ন ধরনের মানুষ। এখনও মানুষ বুঝেই উঠতে পারছেন না, কীভাবে তিনি ফাঁদের পড়ছেন সাইবার প্রতারণার। এভাবেই প্রতারণার শিকার হলেন পুনের এক মহিলা। খোয়ালেন ৩৩ লক্ষ টাকা ।কীভাবে প্রতারিত হলেন মহিলা? একটি মেসেজিং অ্যাপে প্রথমে মেসেজ পাঠানো হয়। বাড়ি বসে কাজ করে কম সময়ে আয়।দেওয়া হয় একটি নম্বর।মহিলা সেই নম্বরে ফোন করলে, ওপ্রান্ত থেকে বলা হয় কয়েকটি ইউটিউব ভিডিও লাইক করলেই চলবে।এত সহজে চাকরি! কে আর কবে হাতছাড়া করেছে। পুনের সেই মহিলাও লাইক করলেন । তিনি ঠিক করেন ক্রিপ্টোকারেন্সির অর্থ তুলবেন। যেই মুহূর্তে ভাবা, সেই মুহূর্তে স্ক্যামারদের কাছ থএকে তাঁর কাছে চাওয়া হয় অতিরিক্ত ৩০ লক্ষ টাকা চাওয়া হয়। মহিলা অস্বীকার করেন দিতে। কিন্তু বিপদ ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। অ্যাকাউন্ট থেকে ৩৩ লক্ষ টাকা গায়েব। মাথায় হাত তাঁর। সাইবার ক্রাইমে কৌশল বদলাচ্ছে রোজ। আর নতুন কৌশলে তাল মেলাতে না পেরে প্রতারণার ফাঁদে পড়ে সর্বসান্ত হচ্ছে আম আদমি।

Published on: May 02, 2023 06:40 PM