Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zomato Problem: আপনার ঘরে পৌঁছাতে পারবে তো জোম্যাটো?

Zomato Problem: আপনার ঘরে পৌঁছাতে পারবে তো জোম্যাটো?

Nandan Paul

|

Updated on: Jan 11, 2024 | 6:21 PM

Zomato Problem: জোম্যাটোকে শোকজ। সঙ্গে জরিমানা ৪০১.৭ কোটি টাকা। এত বিপুল জরিমানা কেন হল? এত বিপুল ক্ষতি জোম্যাটোর আপনার পকেট থেকে কাটবে না তো?

বিকেলে একটু মুচমুচে খাবার খেতে ইচ্ছে করছে। ভরসা ফুড অ্যাপ। সন্ধেয় চাই বিরিয়ানি কিংবা চাইনিজ। বাড়িতে বসে ভরসা সেই ফুড অ্যাপ। ভারতের যে কটি সংস্থা ফুড অ্যাপে বাজারদখল করে বসে আছে, তার মধ্যে অন্যতম জোম্যাটো। যখন খাবার বুক করেন জোম্যাটো থেকে, তখন দেখায় ডেলিভারি চার্জ। যতদূর থেকে আপনার আমার খাবার আসে, ততই বাড়ে ডেলিভারি চার্জ। কিন্তু সেই চার্জের সুবাদে সরকারকে যে কর দেওয়ার কথা, তা বেমালুম চেপে গিয়েছিল জোম্যাটো। সেই পরিমাণ কত জানেন? ৪০১.৭ কোটি টাকা!

কর দেয়নি জোম্যাটো

গত আড়াই বছর ধরে ডেলিভারি চার্জ পিছু যে অর্থ সংগ্রহ করেছে এই সংস্থা, তার জন্য ১ পয়সারও কর দেয়নি জোম্যাটো। আর এর জন্য জোমাটোকে শোকজ নোটিশ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের পুনে জোনাল শাখা। শুধু জোম্যাটো নয়, সূত্রের খবর প্রতিদ্বন্দ্বী সংস্থা সুইগিকেও একই নোটিশ পাঠানো হয়েছে। তবে, নোটিশ পেয়েও অদম্য জোম্যাটো।

জোম্যাটোর সাফাই

তারা সাফ জানিয়ে দিয়েছে, “ডেলিভারি চার্জের উপর কোনও ট্যাক্স দিতে দায়বদ্ধ নয় জোম্যাটো। কারণ এই অর্থ ডেলিভারি পারটনারদের তরফ থেকে সংগ্রহ করা হয়। এছাড়া, পারস্পরিক সম্মতিতে হওয়া চুক্তির শর্তাবলী অনুযায়ী, ডেলিভারি পার্টনাররা গ্রাহকদের ডেলিভারি পরিষেবা প্রদান করেন, সংস্থাকে নয়। বহিরাগত আইনী এবং কর উপদেষ্টারাও এই কথাই বলেছেন। কারণ দর্শানোর নোটিশের উপযুক্ত প্রতিক্রিয়া দাখিল করা হবে সংস্থার পক্ষ থেকে।”

জিএসটি ইন্টেলিজেন্স জোম্যাটোকে কী নোটিশ দেয়?

২০১৯ সালের ২৯ অক্টোবর থেকে ২০২২-এর ৩১ মার্চের মধ্যে ডেলিভারি চার্জ পিছু কোনও কর দেয়নি জোম্যাটো। জরিমানা-সহ ফাঁকি দেওয়া এই করের পরিমাণ, ৪০১.৭ কোটি টাকা! পণ্য ও পরিষেবা কর আইন ২০১৭ অনুযায়ী, ২.৫ বছরে সংস্থাটি ডেলিভারি চার্জ বাবদ যে অর্থ সংগ্রহ করেছে, তার ভিত্তিতেই এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে, এই পরিমাণ অর্থ প্রদান ফাঁকির জন্য কেন জোম্যাটোকে দায়বদ্ধ করা হবে না?

কর ফাঁকির এই অভিযোগ অস্বীকার করেছে জোম্যাটো। কিন্তু, এই ক্ষেত্রে কর ফাঁকির পরিমান এতটাই বেশি, যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারা স্টক এক্সচেঞ্জে এই বিজ্ঞপ্তি জারি করল।