Viral Video: জিরাফের মতো লম্বা! 19 ফুটের বিরাট বার্মিজ় পাইথন উদ্ধার, হিমশিম খেলেন উদ্ধারকারী
Viral Video Today: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাইথন উদ্ধারকারীদের একটি দল সবথেকে লম্বা বার্মিজ় পাইথনের সন্ধান পেয়েছে। বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজ়ার্ভ থেকে উদ্ধার করা সেই বার্মিজ় পাইথনটি 19 ফুট লম্বা। বিশেষজ্ঞরা বলছেন, এই অজগরটি একটি প্রাপ্তবয়স্ক জিরাফের মতো লম্বা।
Latest Viral Video: সাপেদের প্রজাতির মধ্যে অজগরের শিকার করার কায়দা বড়ই অদ্ভুত। ছোবল মারে না সে। শিকারের সারা শরীরটা পেঁচিয়ে ধরে এবং তার রক্তপ্রবাহ সংকুচিত করে হত্যা করে। পেশি শক্ত করে এতটাই চাপে সেই সাপ তার শিকারকে ধরে যে নড়াচড়ার সামান্য পথটুকুও খোলা রাখে না। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাইথন উদ্ধারকারীদের একটি দল সবথেকে লম্বা বার্মিজ় পাইথনের সন্ধান পেয়েছে। বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজ়ার্ভ থেকে উদ্ধার করা সেই বার্মিজ় পাইথনটি 19 ফুট লম্বা। বিশেষজ্ঞরা বলছেন, এই অজগরটি একটি প্রাপ্তবয়স্ক জিরাফের মতো লম্বা।
টুইটারে Now This News নামক একটি পেজ থেকে বিশালাকার অজগর ধরার এই সাহসী ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এই দিকে সেই পাইথনের ক্ষমতাও যে কম নয়। উদ্ধারকারী সাপটিকে ধরা মাত্রই তাকে ঘিরে ধরে সাপটি। তার মুখ প্রশস্ত করে ওই উদ্ধারকারীকে কামড়ানোর চেষ্টা করে সে। ঠিক তখনই আরও মানুষজন সেখানে এসে ব্যক্তিকে বাঁচায় এবং সাপটিকে সকলে মিলেই টেনে ধরেন।
A group of python hunters captured a record-breaking snake in Florida’s Big Cypress National Preserve. The Burmese python was 19 feet and approx 125 pounds. Pythons are an invasive species in Florida, and the state allows private hunters to capture or kill the reptile. pic.twitter.com/ojBZV9EWZ8
— NowThis (@nowthisnews) July 14, 2023
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “একদল অজগর শিকারী ফ্লোরিডার বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভে রেকর্ড-ব্রেকিং সাপ ধরেছে। বার্মিজ় পাইথনটি 19 ফুট লম্বা এবং ওজনে প্রায় 125 পাউন্ডের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ফ্লোরিডায় অত্যন্ত আক্রমণাত্মক প্রজাতির সাপ হল অজগর। সেখানে সাপ খুবই আক্রমণাত্মক ঠেকলে তাদের মেরে দেওয়ারও অনুমতি রয়েছে।”
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। গত 15 জুলাই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এক দিনের মধ্যেই ভিডিয়োর ভিউ 96.2K ছাপিয়ে গিয়েছে। কমেন্ট সেকশনে একজন লিখছেন, ‘এরকম কাজ তো আমি করতে পারতাম না। সাপটাকে দেখা মাত্রই ভয়ে পালিয়ে আসতাম।’ আর একজন যোগ করলেন, ‘খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।’