আজকাল অনলাইনে কেনাকাটারই চল বেশি। সে জামা কাপড় হোক বা রোজকার রান্নার জিনিস। সময় বাঁচাতে অনেকেই মুদি দোকানে যেতে পছন্দ করে না। কারণ কয়েক মিনিটের মধ্যে মাছ, মাংস, সব্জি সব কিছুই হাতের সামনে চলে আসছে। তবে কিছু কেনার আগে ভাল করে দেখে সেই জিনিসটা কেনার উপায় নেই। কিন্তু সেক্ষেত্রে অনেক ভুল জিনিসও অর্ডারে চলে আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অর্ডার করেছেন এক জিনিস, কিন্তু আপনার কাছে এসেছে অন্য একটি জিনিস। কখনও আবার খারাপ জিনিসও আসে। খাবারের ক্ষেত্রে যদিও এর সংখ্যাটা আরও কিছুটা বেশি। এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক ব্যক্তি ফ্লিপকার্টের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে। কিন্তু আসল ঘটনাটা কী?
একজন ব্যক্তি ফ্লিপকার্ট থেকে মাখানা অর্ডার করেছিলেন। সময়মতো তার কাছে ডেলিভারিও এসেছে। কিন্তু প্যাকেট খুলতেই তার হুঁশ উড়ে যায়। কী এমন বেরলো প্যাকেট থেকে। একগাদা পোকা। তারপরে একটি মাখানা প্যাকেট করে বের করে সেটিকে হাত দিয়ে ভাঙতেই ভিতর থেকে বেশ কতগুলি পোকা বেরিয়ে এল। ফ্লিপকার্টের কাস্টোমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করেও কোনও ফল পাননি তিনি। তাই পুরো ঘটনাটি X প্ল্যাটফর্মে শেয়ার করেছেন।
Order ID – OD429472725192584100
I ordered Farmley Premium Phool Makhana from #Flipkart. When I opened the package, I saw live bugs and little insects. It’s horrible to go through this. Furthermore, there is no return policy for the product. pic.twitter.com/2T9q5GWBoD— Siddharth Shah (@i_siddharthshah) October 25, 2023
(@i_siddharthshah) নামের একজন ব্যবহারকারী একটি পোস্ট শেয়ার করেছেন। এটি 25 অক্টোবর শেয়ার করা হয়েছিল। এখন পর্যন্ত 95 হাজারের বেশি ভিউ পাওয়া গিয়েছে। যদিও এরপরে ফ্লিপকার্টের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি কোম্পানিটির পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, তারা সমস্ত টাকা সেই ব্যক্তিকে রিফান্ড করে দেবে। আর এই ধরনের ঘটনার জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবে।