Viral Video: অচৈতন্য সাপকে CPR দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী, স্যালুট জানালেন নেটিজ়েনরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 27, 2023 | 1:55 PM

Latest Viral Video: অন্য অনেক প্রানীকেই তো সিপিআর (CPR) দিয়ে বাঁচাতে দেখেছেন। কিন্তু কখনও কি ওভাবে সাপের প্রাণ ফেরাতে দেখেছেন কাউকে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় এক পুলিশকর্মী এমনই কিছু করেছে, যা দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।

Viral Video: অচৈতন্য সাপকে CPR দিয়ে প্রাণ বাঁচালেন পুলিশকর্মী, স্যালুট জানালেন নেটিজ়েনরা

Follow Us

পৃথিবীতে পশুপ্রেমী ও ভাল মনের মানুষের সংখ্যা এখনও বেশি আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। প্রাণীদের জীবন বাঁচানোর অনেক ভিডিয়োই ভাইরাল হয়। এমনকি সেই সব ভিডিয়ো নিয়ে হইচইও হয়। এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। অন্য অনেক প্রাণীকেই তো সিপিআর (CPR) দিয়ে বাঁচাতে দেখেছেন। কিন্তু কখনও কি ওভাবে সাপের প্রাণ ফেরাতে দেখেছেন কাউকে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় এক পুলিশকর্মী এমনই কিছু করেছে, যা দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। কিন্তু ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী হাতে একটি সাপ ধরে আছেন। না, সাপটিকে একেবারেই ছোট ভেবে ভুল করবেন না। কিন্তু সাপটি অবচেতন অবস্থায় তার হাতে রয়েছে। যতই জল দিয়ে তাকে জাগানোর চেষ্টা করা হোক না কেন, তা সম্ভব হচ্ছে না। এমন করে বেশ কিছুক্ষণ চেষ্টার পরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিতে শুরু করলেন। 2 মিনিট 18 সেকেন্ডের ক্লিপে দেখা যায়, পুলিশ সদস্য তার হাত দিয়ে সাপের মুখ চেপে ধরেছে। তারপর সে অচেতন প্রাণীটিকে তার বুকে এবং তারপর তার কানের কাছে রেখে কিছু জানার চেষ্টা শুরু করে।


সিপিআরের পরেও যখন সাপটির জ্ঞান ফেরে না, তখন পুলিশ সাপটিতে হালকা চাপ দেয়, তারপর মুখে জল ঢেলে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পরে, সাপটির জ্ঞান ফিরে আসতেই সবার মুখে হাসি ফিরে আসে। সাপটির সম্পূর্ণ জ্ঞান ফিরতে প্রায় 1 ঘণ্টা সময় লেগেছে বলেই জানা গিয়েছে। ভিডিয়োটি এক্স-এ শেয়ার করেছেন (@Anurag_Dwary) নামের একজন ব্যবহারকারী।

Next Article