Viral Video: বিনা বিদ্যুতে চলবে পাখা, এই যুবকের কামাল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 26, 2023 | 5:00 PM

Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে, যা @sahbajgorwal নামের হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই ক্লিপটি 2 লাখ 60 হাজার লাইক এবং 41 লাখের বেশি ভিউ পেয়েছে। এছাড়াও প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন।

Viral Video: বিনা বিদ্যুতে চলবে পাখা, এই যুবকের কামাল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Follow Us

ইন্টানেটের যুগে প্রচুর মানুষের প্রতিভা সামনে আসে। আর তার বেশিরভাগটাই সম্ভব হয় সোশ্যাল মিডিয়া আছে বলে। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সামনে এসেছে। আর সেই ভিডিয়োয় এক যুবক বিদ্যুৎ ছাড়াই পাখা চালাচ্ছে। তাও আবার তা সে নিজেই বানিয়েছে। এমন এক ধরনের পাখা, যার জন্য কোনও বিদ্যুতের প্রয়োজন নেই। আর তা এমনভাবে চলছে, যে দেখলে আপনার চোখও কপালে উঠতে বাধ্য।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় কী দেখা যাচ্ছে? ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক এমন এক পাখা বানিয়েছেন, যা চালাতে কোনও বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না। যা প্রয়োজন হচ্ছে তা হল একটি খাটনি। পাখার পিছনে একটি হ্যান্ডেল লাগানো আছে। আর সেই হ্যান্ডেল ধরে ঘোরালেই পাখা চলতে শুরু করছে। ভিডিয়োটির শুরুতে প্রথমে মনে হবে, এটা আবার ভাইরাল হওয়ার কোনও বিষয় না কি। কিন্তু কয়েক সেকেন্ড পরেই যখন দেখবেন, পাখাটি হাতের সাহায্যে চলছে। তখন অবাক হতে বাধ্য।


এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে, যা @sahbajgorwal নামের হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত এই ক্লিপটি 2 লাখ 60 হাজার লাইক এবং 41 লাখের বেশি ভিউ পেয়েছে। এছাড়াও প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “তারমানে সব সময় কাউকে এটি চালিয়ে যেতে হবে? নাকি চালিয়ে ছেড়ে দিলেও চলতে থাকবে?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ঘরে কারেন্ট চলে গেলে এই ফ্যানই কাজে লাগবে। সবার বাড়িতে এমন ফ্যান অন্তত একটা থাকা উচিত।”

Next Article